পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিবিআইকে চিঠি শুভেন্দুর, কী লিখলেন? - Shuvendu Adhikajr wrote a letter

সংবাদমাধ্যমে সুদীপ্ত সেনের যে চিঠিটি ছড়িয়েছিল তার প্রেক্ষিতে এবার সিবিআইকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীর

By

Published : Dec 11, 2020, 5:49 PM IST

Updated : Dec 11, 2020, 7:33 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : কদিন আগে সংবাদ মাধ্যমে ছড়িয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠির প্রতিলিপি (ওই চিঠির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ) ৷ সেই চিঠিতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে নগদ টাকা দেওয়ার কথা লিখেছিলেন সুদীপ্ত সেন ৷ তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নামও ৷ সেই চিঠির প্রেক্ষিতে এবার সিবিআই ডিরেক্টরকে চিঠি পাঠালেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সুদীপ্ত সেনের ওই চিঠির পিছনে দুরভিসন্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি ৷

শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, কী করে এক বিচারাধীন ব্যক্তির চিঠি ভাইরাল হল এবং মিডিয়াতে প্রকাশ পেল ৷ সিবিআই ডিরেক্টরকে দেওয়া চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘আমি আশঙ্কা করছি যে সুদীপ্ত সেনের পক্ষে এই জাতীয় চিঠি লেখার পিছনে জেল কর্তৃপক্ষ ও খুব প্রভাবশালী ব্যক্তির প্রভাব থাকতে পারে ৷ পরিস্থিতিটি খুবই সন্দেহজনক ৷ চিঠির লেখক প্রভাবিত হয়েছেন বা বিপরীত তথ্য প্রকাশ করে দুর্নীতির তদন্ত প্রভাবিত করতে চাইছেন ৷’’

সিবিআই ডিরেক্টরকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠিতে পাঁচ রাজনৈতিক ব্যক্তির নামে অভিযোগ করেছেন যে তাঁরা প্রচুর পরিমাণে নগদ টাকা নিয়েছেন ৷ তাঁর অভিযোগের তালিকায় শুভেন্দু অধিকারীও আছেন ৷ 2013 সালে প্রথমবার সারদা কেলেঙ্কারি সামনে আসে ৷ তারপর থেকে এই কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই ৷ সেই সময় থেকে এক ডজনের বেশি তৃণমূল নেতা-নেত্রী, সাংসদ ও বিধায়ককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে ৷

সিবিআই ডিরেক্টরকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি

ঘটনার তদন্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারও একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে ৷ তারপরে 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের হাতে দেওয়া হয় ৷

Last Updated : Dec 11, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details