পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা থেকে 125 জন নাগরিককে নিয়ে উড়ে গেল শ্রীলঙ্কান এয়ারওয়েজ়ের বিশেষ বিমান - Kolkata during lockdown

আজ সকালেই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা পৌঁছে যান । তাঁদের থার্মাল টেস্টিং-র পর বিমানবন্দরে প্রবেশ করানো হয় ।

Airport
শ্রীলঙ্কান এয়ারওয়েজ়ের বিশেষ বিমান

By

Published : Apr 30, 2020, 3:02 PM IST

কলকাতা, 30 এপ্রিল : ভারতে আটকে পড়া শ্রীলঙ্কার 125 জন নাগরিককে নিয়ে উড়ে গেল শ্রীলঙ্কান এয়ারওয়েজ়ের বিশেষ বিমানে। আজ দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে কলোম্বো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভারত ও শ্রীলঙ্কা সরকারের যৌথ অনুমোদনে এই পদক্ষেপ।

আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা পৌঁছে যান । তাঁদের থার্মাল টেস্টিংয়ের পর বিমানবন্দরে প্রবেশ করানো হয়। যাত্রীদের মধ্যে অনেকেই ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত । অনেকেই আবার ভারতে ঘুরতে এসেছিলেন ।

শ্রীলঙ্কা সরকার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে । দেশের বিদেশমন্ত্রকের সহযোগিতায় এদেশে আটকে পড়া শ্রীলঙ্কানরা তাঁদের নাম নথিভুক্ত করেন । যাঁদের আবেদনপত্র মঞ্জুর হয়েছে তাঁদের জন্য এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় ।

এর আগে লকডাউনে কলকাতায় আটকে থাকা 160 জনকে নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ়ের একটি বিমান 19 এপ্রিল সন্ধেয় লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল । কলকাতায় আটকে থাকা যাত্রীদের নিয়ে রওনা দিয়েছে অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স, সুইস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্সের বিমানও ।

ABOUT THE AUTHOR

...view details