কলকাতা, 7 জানুয়ারি : এক বছর আগে হীরের গয়না দিয়ে নতুন গয়না বানাতে চেয়েছিলেন বীরেন্দ্রকুমার জেঠিয়া ৷ সেই মতো গিরিশ পার্ক চত্বরে একটি দোকানে গয়না দিয়ে আসেন তিনি ৷ কিন্তু, তারপর থেকে মাসের পর মাস কেটে গেলেও নতুন গয়না পাননি বীরেন্দ্র ৷ গতমাসে হঠাৎই ওই গয়নার দোকান বন্ধ দেখেন ৷ বাধ্য হয়ে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ৷
গত বছর মার্চ মাসে হীরের দু'টি কানের দুল ও একটি লকেট থেকে নতুন গয়না বানানোর সিদ্ধান্ত নেন বীরেন্দ্র ৷ গয়না দু'টির বাজার মূল্য প্রায় ন'লাখ টাকা ৷ কানের দুল ও লকেটে সোনার উপর হীরে বসানো ছিল ৷ ওই গয়না থেকে নতুন গয়না বানাতে গিরিশ পার্কের কেষ্ট দাস লেনে যান বীরেন্দ্র ৷ সেখানে রাজা মণ্ডল নামে এক ব্যক্তির দোকানে গয়না দেন তিনি ৷ তারপর অনেক মাস কেটে গেলেও নতুন গয়না বানিয়ে দেননি রাজা ৷ হাল ছেড়ে পুরানো গয়নাই ফেরত চান বীরেন্দ্র ৷ কিন্তু, সেটাও ফেরত দেয়নি রাজা ৷ গতমাসে হঠাৎই দোকান বন্ধ করে পালিয়ে যায় রাজা ৷ বাধ্য হয়ে রাজার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বীরেন্দ্র ৷ তদন্ত শুরু করে পুলিষ ৷