দমদম, 8 মে : দমদমের দু'নম্বর ওয়ার্ডে চলল গুলি। এই ঘটনায় বিশ্বজিৎ পাল নামে এক ব্যক্তির কোমরে গুলি লাগে । তাঁকে RG কর হাসপাতালে ভরতি করা হয়েছে । IPL বেটিংকে কেন্দ্র করে গুলি চলে।
দমদমে IPL বেটিংকে ঘিরে চলল গুলি, জখম 1 - dumdum
IPL বেটিংকে কেন্দ্র করে দমদমের দু'নম্বর ওয়ার্ডে চলল গুলি।
ছবিটি প্রতীকী
এই ঘটনায় অচিন্ত্য সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।