কলকাতা, 9 জানুয়ারি : আনন্দপুরের গুলশান কলোনিতে চলল গুলি ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল ৷
আনন্দপুরে আবাসনের ছাদে গুলির লড়াই, ভাইরাল ভিডিয়ো - আনন্দপুর পুলিশ
আনন্দপুরে প্রকাশ্যে চলল গুলি ৷ ভাইরাল ভিডিয়ো ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
![আনন্দপুরে আবাসনের ছাদে গুলির লড়াই, ভাইরাল ভিডিয়ো Anandpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10173457-thumbnail-3x2-oo.jpg)
আনন্দপুর
দেখুন ভাইরাল ভিডিয়ো
ভিডিয়োতে দেখা যায়, গুলশান কলোনির দুটি আবাসনের ছাদে দুষ্কৃতীরা আচমকাই হামলা শুরু করে একে অপরকে লক্ষ্য করে ৷ এক দল অন্য দলের দিকে বন্দুক তাক করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় একজন জখম হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছান লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখছে পুলিশ ৷
Last Updated : Jan 9, 2021, 7:26 AM IST