কলকাতা, 16 এপ্রিল: উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে তিনি হতবাক । আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনায় এ ভাবেই যোগী আদিত্যনাথের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷
তিনি এই ঘটনার নিন্দা করে টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক । এটা লজ্জাজনক যে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপ্রস্তুত। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই ।"
এর আগে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছেন ৷ উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মহুয়া রবিবার টুইটে লেখেন, গেরুয়া দল ভারতকে একটি "মাফিয়া প্রজাতন্ত্রে" পরিণত করেছে । টুইটে মহুয়া লিখেছেন, "বিজেপি ভারতকে একটি মাফিয়া প্রজাতন্ত্রে পরিণত করেছে । আমি এটা এখানে বলব, আমি বিদেশে বলব, আমি এটা সর্বত্র বলব, কারণ এটাই সত্য । হেফাজতে থাকা দুই ব্যক্তিকে লক্ষ লক্ষ পুলিশ এবং ক্যামেরার সামনে গুলি করে হত্যা করা হয়েছে - এটা আইনের শাসনের মৃত্যু ৷" উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷