পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Atiq-Ashraf Killings: 'উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য ও আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে হতবাক', আতিক খুনে তোপ মমতার - আতিক আহমেদ

আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্য়োপাধ্যায়

By

Published : Apr 16, 2023, 1:55 PM IST

Updated : Apr 16, 2023, 2:13 PM IST

কলকাতা, 16 এপ্রিল: উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে তিনি হতবাক । আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনায় এ ভাবেই যোগী আদিত্যনাথের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

তিনি এই ঘটনার নিন্দা করে টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক । এটা লজ্জাজনক যে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপ্রস্তুত। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই ।"

এর আগে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছেন ৷ উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মহুয়া রবিবার টুইটে লেখেন, গেরুয়া দল ভারতকে একটি "মাফিয়া প্রজাতন্ত্রে" পরিণত করেছে । টুইটে মহুয়া লিখেছেন, "বিজেপি ভারতকে একটি মাফিয়া প্রজাতন্ত্রে পরিণত করেছে । আমি এটা এখানে বলব, আমি বিদেশে বলব, আমি এটা সর্বত্র বলব, কারণ এটাই সত্য । হেফাজতে থাকা দুই ব্যক্তিকে লক্ষ লক্ষ পুলিশ এবং ক্যামেরার সামনে গুলি করে হত্যা করা হয়েছে - এটা আইনের শাসনের মৃত্যু ৷" উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

আতিক ও আশরাফের হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যজুড়ে 144 ধারা জারি করেছে এবং গুরুত্বপূর্ণ স্থান ও সংবেদনশীল এলাকাগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷

2005 সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএসপি নেতার হত্যার মূল সাক্ষী উমেশ পালকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন আতিক আহমেদ । আধিকারিকরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজের ঘটনার তদন্তে শনিবার রাতেই উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন ৷

মুখ্যমন্ত্রীর দফতরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আদিত্যনাথ পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যে শান্তি, আইনশৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে বলা হয়েছে ৷ জনসাধারণকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, পুলিশকে সেই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ পুরো বিষয়টির তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ ।

আরও পড়ুন:'উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি কি হয়নি ?' বিজেপিকে প্রশ্ন কুণালের

Last Updated : Apr 16, 2023, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details