কলকাতা ও শিলিগুড়ি : কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আগে থেকেই কোরোনা পরিস্থিতি জটিল ছিল । এবার যত দিন যাচ্ছে, ক্রমেই জটিল হচ্ছে উত্তরবঙ্গের কোরোনা পরিস্থিতি । রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত মোট 1206 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটেছে । কিছুদিন আগে পর্যন্তও পরিস্থিতি এতটা জটিল ছিল না উত্তরবঙ্গের জেলাগুলিতে । স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত 25 মে-র বুলেটিনে এই সংখ্যাটা ছিল মাত্র 190 ।
একনজরে দেখে নেওয়া যাক এই আড়াই সপ্তাহে কতটা বদলেছে উত্তরবঙ্গের কোরোনা পরিস্থিতি --
- আলিপুরদুয়ার জেলায় 25 মে কোনও সংক্রমণ ছিল না । এখন সেখানে মোট 41 জন সংক্রমিত ।
- কোচবিহারে 25 মে সংক্রমণমুক্ত ছিল । এখন এই আড়াই সপ্তাহে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 246 ।
- দার্জিলিঙে 25 মে পর্যন্ত 12 জনের শরীরে সংক্রমণের হদিস পাওয়া গেছিল । এখন সেখানে সংখ্যাটা বেড়ে হয়েছে 184 ।
- কালিম্পঙে 7 জন থেকে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 39 ।
- জলপাইগুড়ি জেলায় 25 মে পর্যন্ত 4 জনের শরীরে সংক্রমণের হদিস পাওয়া গেছিল । এখন সেখানে কোরোনায় আক্রান্ত 165 জন ।
- উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা ছিল 46 । এখন তা বেড়ে হয়েছে 214 ।
- দক্ষিণ দিনাজপুরে পাঁচ থেকে সংখ্যাটা বেড়ে 64 ছুঁয়েছে ।
- মালদায় 25 মে সংক্রমিত ছিলেন 116 জন । এখন সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 253 ।
এদিকে দিন দিন আরও খারাপ হচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি । রাজ্য সরকারের প্রকাশিত আজকের বুলেটিন অনুযায়ী 10 হাজার 244 । গতকাল সংখ্যাটি ছিল 9768 । আজ নতুন করে 476 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । আজ কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ন'জন । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল 451 ।