কলকাতা, 5 জুলাই : কংগ্রেসে কার্যত 'ব্রাত্য' হয়ে ঘাসফুলে নাম লেখালেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় । আজ তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র । আর দাদার এই কীর্তি মোটেই মন থেকে মেনে নিতে পারছেন না প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ।
অভিজিৎ তৃণমূলে যাওয়ার পর পরই শর্মিষ্ঠা টুইটারে বড় বড় করে লিখেছেন, "স্যাড !!!" । তবে ঠিক কী কারণে তিনি দুঃখিত, তা নিয়ে কিছু বলতে চাননি শর্মিষ্ঠা । অবশ্য অভিজিতের তৃণমূলে যাওয়া, আর তার পরপরই এই টুইট... দু'টিকে দুইয়ে দুইয়ে চার করলে স্পষ্টই বোঝা যাচ্ছে, আদ্যোপ্রান্ত কংগ্রেসি ঘরানার মুখোপাধ্যায় পরিবারের ছেলের ঘাসফুলে নাম লেখানোয় মন খারাপ প্রণব-কন্যার ।