পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন - প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন

দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শংকর সেন । ছিলেন বামফ্রন্ট মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রীও ৷

Shankar Sen
প্রয়াত শংকর সেন

By

Published : Feb 9, 2020, 1:34 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : চলে গেলেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শংকর সেন । গতকাল সন্ধে সাড়ে সাতটায় শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । বয়স হয়েছিল 87 বছর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় শংকরবাবুর ৷

দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শংকর সেন । ছিলেন বামফ্রন্ট মন্ত্রিসভার বিদ্যুৎমন্ত্রীও ৷ তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে । সোমবার সকাল 10টায় মৃতদেহ দেশপ্রিয় পার্কের বাড়ি হয়ে, গল্ফগ্রিনে আদি বাড়ি ঘুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধানসভা ও শিবপুর IIT নিয়ে যাওয়া হবে ৷ এরপর SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হবে মরদেহ ৷ চিকিৎসাবিজ্ঞানের উন্নতিকল্পে শংকরবাবুর দেহ দান করা হবে ৷

2011 সালে বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে একাধিকবার পথে নেমেছিলেন শংকরবাবু ৷

ABOUT THE AUTHOR

...view details