কলকাতা, 25 জুলাই: ধূপগুড়ির প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷ আজ বিধানসভায় এই অভিযোগ করেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক ৷ আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের ৷ শঙ্কর ঘোষ অভিযোগ করেন, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রাতের পরিষেবায় বিস্তর ফাঁক ছিল ৷ এই ঘটনায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর উদাহরণ টানেন তিনি ৷ সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর সময়ও এসএসকেএম হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠেছিল বলে জানান তিনি ৷
শঙ্কর ঘোষের অভিযোগ, ‘‘বিষ্ণুপদ রায়কে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা ভাবা হয়েছিল ৷ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছিল, যেহেতু উনি কিছুটা স্থিতিশীল রয়েছেন ৷ ওনাকে রাতে অন্য কোথাও না নিয়ে, মঙ্গলবার সকালে অর্থাৎ আজ নিয়ে গেলে ভালো হয় ৷ সেই মতোই বাড়ির লোক তাঁকে আজ সকালবেলায় অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা নিয়েছিলেন ৷ তবে, আজ ভোর রাতে খবর আসে যে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৷’’
এ নিয়ে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের চিকিৎসার গাফিলতির প্রসঙ্গ টানেন শঙ্কর ঘোষ ৷ তিনি বলেন, ‘‘সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে যে গাফিলতির বিষয়গুলি সামনে এসেছিল সেগুলি বেশ গুরুতর ছিল ৷ সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্র এসএসকেএম হাসপাতালে রাত্রিকালীন পরিষেবার ত্রুটি নিয়ে সরব হয়েছিলেন ৷’’ বিষ্ণুপদ রায়ের ক্ষেত্রেও এসএসকেএম হাসপাতালে রাতের পরিষেবা ঠিকঠাক ছিল না বলে অভিযোগ করেছেন শিলিগুড়ির বিধায়ক ৷