কলকাতা, 15 ডিসেম্বর: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পাঠান ছবির 'বেশরম রং' গান (Besharam Rang Controversy)। আর তারপরই ছবির গান এবং গানে নায়িকার পোশাকের রং নিয়ে নেট দুনিয়া তোলপাড়। এক শ্রেণির মানুষ সোশাল মিডিয়ায় এই ছবি বয়কটেরও ডাক দিয়েছেন। আজ ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্ধোধন ৷ তাতে অতিথি হয়ে এসেছিলেন শাহরুখ খান ৷ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় ঠিক কী বললেন তিনি ?
তিনি এদিন বলেছেন, সামাজিক মাধ্যমের ভূমিকা এখন বিরাট। সোশাল মিডিয়ার প্রসার সিনেমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে ৷ এই বিশ্বাসের বিপরীতে, তিনি বিশ্বাস করেন সিনেমার এখন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানেই থামেননি কিং খান (Shah Rukh Khan on His Movie Song Besharam Rang) ৷ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, "সোশাল মিডিয়ার কারণে মানুষের স্বভাব কিংবা আচরণ খুব সংকীর্ণ এবং কোনও একটা নির্দিষ্টদিকে প্রভাবিত হয়। আমি কোথাও পড়েছি, নেগেটিভিটি সোশাল মিডিয়ার গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। যার কারণে বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পায়।"