কলকাতা, 5 সেপ্টেম্বর: রাজ্য জুড়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ভর্তি প্রক্রিয়া (College Admission) শুরু হয়েছে । আর এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী তথা সদ্য স্কুলের গণ্ডি পেরনো পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এল এসএফআই (SFI) । তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তুলে পড়ুয়াদের পাশে থাকতেই রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাসের গেটে দু থেকে চার জন প্রতিনিধি রাখা হয়েছে বলেই খবর । কোনও পড়ুয়াকে ভুল বুঝিয়ে তাঁর থেকে যাতে তৃণমূল ছাত্র পরিষদের (TMC) সদস্যরা টাকা না নিতে পারে তার জন্য 'গেট পাহারা'র ব্যবস্থা করা হয়েছে বলেই দাবি এসএফআই রাজ্য নেতৃত্বের ।
এসএফআইয়ের অভিযোগ, ধারাবাহিকভাবে বিগত বছরগুলির মতো এবারও স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে আসা পড়ুয়াদেরকে ভুল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা টাকা আদায় করবে । তৃণমূলের সেই দুর্নীতি চক্র ভাঙতে এবং পড়ুয়াদের সঠিক ও নিয়মমাফিক পরামর্শ দিতেই ক্যাম্পাসগুলির বাইরে তাঁদের প্রতিনিধিরা থাকছে বলে দাবি করেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) । তিনি বলেন, "আমরা বরাবরই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে আওয়াজ তুলেছি । কলকাতা-সহ একাধিক কলেজে 80 হাজার থেকে 1 লক্ষ টাকায় অনার্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের ছাত্র নেতারা তোলাবাজি চালিয়েছে । আমরা যখন যেখানে জানতে পেরেছি প্রতিবাদ-প্রতিরোধ করেছি । এবারও তাই করা হচ্ছে ।"