পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death Case: আজাদি মিছিল থেকেই যাদবপুরে ছাত্র মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি তুলল এসএফআই - ভারতের ছাত্র ফেডারেশন

বামপন্থী এই ছাত্র সংগঠনের তরফে জানানো হয়, আগামী 14 অগস্ট মিছিল করে ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয় মেন হস্টেলে যাবেন। তবে এদিন একই সঙ্গে, পড়ুয়া মৃত্যু ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তিরও দাবি জানায় এসএফআই ৷

Etv Bharat
শাস্তির দাবি তুলল এসএফআই

By

Published : Aug 12, 2023, 10:50 PM IST

শাস্তির দাবি তুলল এসএফআই

কলকাতা, 12 অগস্ট: 'শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও' এই স্লোগান তুলে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ডাকে দেশ জুড়ে মিছিলের ডাক দিয়েছে। 12 আগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত এই মিছিল হবে দেশের বিভিন্ন প্রান্তে। শনিবার কলকাতায় এই মিছিল করে এসএফআই। আর সেই মিছিলেই সম্প্রতি যাদবপুর হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানানো হয় মিছিলকারীদের তরফে।

বামপন্থি এই ছাত্র সংগঠনের তরফে জানানো হয়, আগামী 14 অগস্ট মিছিল করে ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয় মেন হস্টেলে যাবেন। তবে এদিন একই সঙ্গে, পড়ুয়া মৃত্যু ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তিরও দাবি জানায় এসএফআই ৷ পাশাপাশি, কেন নতুন হস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের না রেখে ওই হস্টেলে রাখা হল, সেই জবাবও আগামী দিনের কর্মসূচি থেকে চাওয়া হবে বিশ্ববিদ্য়ালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে ৷ প্রতি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ঠেকাতে অ্যান্টি র‍্যাগিং সেল গঠনেরও দাবি তুলেছেন তারা।

এদিন শহিদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে এই মিছিল শুরু হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে। মিছিল বিধান সরণি হয়ে শেষ হয় কলেজ স্কোয়ারের সামনে। সেখানে বেশ কিছুটা সময় পথ অবরোধও করেন ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা। যার জেরে, বিধান সরণি এলাকায় যান চলাচল সম্পূর্ন স্তব্ধ হয়ে যায়। সাময়িকভাবে দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরাও।

আরও পড়ুন: স্বপ্নদীপের রহস্য-মৃত্যু, 10 দিনের পুলিশ হেফাজত ধৃত সৌরভ চৌধুরীর

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্য মৃত্যুতে এক জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিন ধৃত সৌরভ চৌধুরীকে আদালতে পেশ করা হলে তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে জেরা করে মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু প্রশ্নের কিনারা করতে চান তদন্তকারীরা ৷ এদিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির দাবি করেছে এসএফআই ৷ ফের এই ইস্যুতে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযোন করবে বলেও জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details