কলকাতা, 17 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর পরই সামনে এসেছিল একটি চিঠি ৷ প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, প্রথম বর্ষের প্রয়াত পড়ুয়া ওই চিঠি লিখেছে ৷ যদিও পরে ধৃত দীপশেখর জেরায় স্বীকার করে, মৃত ছাত্রের নামে ওই চিঠি আদপে তার লেখা ৷ চিঠি রহস্যে যবনিকা পতন হলেও তা নিয়ে এখনও জল্পনা চলছে ৷ ওই চিঠিতেই উল্লেখ ছিল রুদ্র’দার নাম । বৃহস্পতিবার এসএফআই’য়ের মিছিলে উপস্থিত ছিলেন সেই রুদ্র’দা । বিশ্ববিদ্যালয়ের জুনিয়রের হত্যাকারীদের শাস্তির দাবি নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন তিনি ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্য-রাজনীতি । দেশের প্রথমসারির বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করে বাম ছাত্র সংগঠন । এসএফআই-এর মিছিলের স্লোগান ছিল, ছাত্র-মৃত্যুর অপরাধীকে অবিলম্বে শাস্তি দিতে হবে ।
সম্প্রতি 'শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও' এই স্লোগান তুলে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই দেশজুড়ে মিছিলের ডাক দিয়েছিল । 12 আগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত এই মিছিল হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে । গত সপ্তাহের শনিবার কলকাতায় এই মিছিল করে এসএফআই । সেখান থেকেই যাদবপুর হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানানো হয়েছিল । এবার এই ঘটনায় সরাসরি পথে নামল বাম ছাত্র সংগঠন ৷