কলকাতা, 26 জুন:আদর্শ আচরণবিধিতে একাধিক নির্দেশের সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেম বন্ধের নির্দেশিকা ৷ আর তাই নিয়ে ইতিমধ্যে তপ্ত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । এই ঘটনার বিরোধিতায় সরব বর্তমান থেকে প্রাক্তনী । এই নিয়ে আন্দোলনেও নেমেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট । তারা এই নজিরবিহীন আদর্শ আচরণবিধি নিয়ে ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে বর্তমান ও প্রাক্তনদের মতামত সংগ্রহ করেছে । সেই নথি এ দিন মেইল করে বিশ্ববিদ্যালয়ের ডিনের হাতে তুলে দিয়েছে তারা । যার ফলে আপাতত এই আচরণবিধি প্রেসিডেন্সিতে চালু হচ্ছে না ৷
প্রেসিডেন্সির মতো মুক্তমনাদের খোলা প্রাঙ্গণে এমন নির্দেশিকা শিক্ষানুরাগী মানুষের কাছে খানিক আশ্চর্যের বলেই অভিমত অনেকের । প্রেম বন্ধের নির্দেশ শুধু নয়, আরও বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে এই আদর্শ আচরণবিধিতে ৷ যেমন তাতে রয়েছে, ক্যাম্পাসের ভিতর ছাত্র-রাজনীতি না করা, স্লোগান না দেওয়া বা কোনও ধরনের আন্দোলন না করার মতো নির্দেশ ৷ এমন নির্দেশ এই বিশ্ববিদ্যালয়ের পরম্পরা ও ঐতিহ্যের পরিপন্থী বলে মনে করে ছাত্র মহল । আর এই সমস্ত বিষয়গুলি আদর্শ আচরণবিধি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে প্রথম দিন থেকেই মাঠে নেমেছে এসএফআই ।
এ দিন ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আদর্শ আচরণবিধি সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের মতামত (যা গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল) ডিন অফ স্টুডেন্টসকে জানানো হয় । এই বিষয়ে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় । দীর্ঘ আলোচনা হয় ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের ।