পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কলকাতায় মিছিল SFI-এর - নয়া জাতীয় শিক্ষানীতি (NEP)

নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছে ছাত্র সংগঠম SFI । সারা দেশ জুড়ে চলছে বিরোধিতা ৷ গতকাল এর বিরোধিতা করেন রাস্তায় নামে এই সংগঠনের সদস্যরা ৷

SFI agitation in kolkata for new national education policy
জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে SFI কলকাতায় মিছিল

By

Published : Aug 13, 2020, 3:11 PM IST

কলকাতা, 13 অগাস্ট : নতুন জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে রাস্তায় নামল SFI ৷ গতকাল দীনেশ মজুমদার ভবন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা ৷ মেধার ভিত্তিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ভরতি প্রক্রিয়ার দাবি তোলেন ছাত্র সংগঠনের সদস্যরা ৷ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত ফলাফলও দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি বেসরকারিকরণের পথকে আরও মসৃণ করবে ৷ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভরতির ক্ষেত্রে প্রাধান্য না দিয়ে প্রকৃত মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার আচ্ছন্ন করে তুলছে দেশের সরকার ৷"

SFI-র কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অর্জুন রায় অভিযোগ করেন, সকাল থেকেই মিছিলে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ ৷ তাঁর কথায়, "সমস্ত পুলিশি বাধা বিপত্তি উপেক্ষা করেই কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল হয় ৷ অনলাইন শিক্ষার নামে দেশজুড়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বহু পড়ুয়াকে ৷ উপযুক্ত পরিকাঠামো না থাকার ফলে সমস্যায় পড়েছেন উৎসাহী পড়ুয়ারা ৷"

তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে ৷ এই শিক্ষানীতি চালু হলে অশিক্ষার হার বেড়ে যাবে ৷ নতুন শিক্ষানীতি বর্জন না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে ৷

ABOUT THE AUTHOR

...view details