কলকাতা, 13 অগাস্ট : নতুন জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে রাস্তায় নামল SFI ৷ গতকাল দীনেশ মজুমদার ভবন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা ৷ মেধার ভিত্তিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ ভরতি প্রক্রিয়ার দাবি তোলেন ছাত্র সংগঠনের সদস্যরা ৷ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত ফলাফলও দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা ৷
এই প্রসঙ্গে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি বেসরকারিকরণের পথকে আরও মসৃণ করবে ৷ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভরতির ক্ষেত্রে প্রাধান্য না দিয়ে প্রকৃত মেধাবী পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার আচ্ছন্ন করে তুলছে দেশের সরকার ৷"