কলকাতা, 14 অগস্ট: যাদবপুরের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামল এসএফআই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যান্টি ব়্যাগিং সেলগুলিকে সক্রিয় রাখার দাবি তুলেছে এই বাম ছাত্র সংগঠন ৷ আজ প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের ইউনিটের পক্ষ থেকে ক্যাম্পাসের ভিতরে প্রতিবাদ মিছিল বের করা হয় ৷ কলেজ স্ট্রিট অবরোধ করা হয় এসএফআই-এর তরফে ৷
বিক্ষোভকারীদের দাবি, যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে অভিযুক্তদের শাস্তি চাই ৷ ঘটনায় জড়িত সকলে গ্রেফতারের দাবি তোলা হয়েছে ৷ এমনকি অনেকে পালিয়ে গিয়েছে বলেও আংশকা করছে এসএফআই নেতৃত্ব ৷ এসএফআই-এর অভিযোগ, "ইঞ্জিনিয়ারিংয়ে ডিএসএফ ৷ আর্টসে ফ্যাস ৷ সায়েন্সে ডব্লিউটিআই ৷ তিনটি ফ্যাকাল্টিতে তিনটি মঞ্চ ৷ এদের একটাই প্রতিপক্ষ এসএফআই ৷ যাদবপুরে প্রকাশ্যে টিএমসিপি এখনও সংখ্যায় কম ৷’’ এসএফআই-এর সদস্যদের অভিযোগ টিএমসিপি সদস্যরা নকশালপন্থীদের সামনে রেখে পিছনে থাকে ৷ ডিএসএফ, ফ্যাস ও ডব্লিউটিআই তিনটি সংগঠন তথাকথিত 'স্বাধীন' মঞ্চের আবডালে যাদবপুরে অসামাজিক কাজকর্ম করছে বলে অভিযোগ সিপিআইএম-এর ছাত্র সংগঠেনর ৷
এমনকি প্রাক্তন ডিএসএফ ও অধুনা বিজেপি নেতাও এই স্বাধীন মঞ্চে রয়েছে বলে দাবি এসএফআই-এর ৷ ডিএসএফ, ফ্যাস ও ডব্লিউটিআইকে সমাজ বিরোধী সংগঠন বলেও অভিযোগ করেছে তারা ৷ মূলত যাদবপুরের প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুতে এদের দায়ী করেছে এসএফআই ৷