পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sudipta Memorial Meeting: সুদীপ্ত'র স্মরণ সভায় ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর বার্তা এসএফআইয়ের - দীনেশ মজুমদার ভবনের সামনে একটি সভা

2013 সালের 2 এপ্রিল পুলিশ হেফাজতে মৃ্ত্যু হয়েছিল এসএফআইয়ের অন্যতম সদস্য় সুদীপ্ত গুপ্তর ৷ তাঁর মৃত্যুর 10 বছর পূর্ণ হল আজ ৷ তাঁর স্মরণেই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনের সামনে একটি সভার আয়োজন করেছিল এসএফআই নেতৃত্ব ৷

Etv Bharat
সুদীপ্তর স্মরণ সভা

By

Published : Apr 2, 2023, 11:03 PM IST

কলকাতা, 2এপ্রিল: সালটা ছিল 2013-র 2 এপ্রিল ৷ সেদিন এসএফআই-এর রাজ্য ছাত্র সংসদের নির্বাচনের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তর ৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রকে বাঁচাতে ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রবিবার এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনের সামনে একটি সভার আয়োজন করেছিল এসএফআই নেতৃত্ব ৷ এই সভার প্রধান বক্তা হিসাবে মহ: সেলিম দুর্নীতিতন্ত্র এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন ।

এদিন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "মিলি চক্রবর্তীর চিঠিটা আসল বিষয় নয় । আসল বিষয় হল রাজ্যে 8 হাজার 207টি স্কুল বন্ধ হচ্ছে । কলেজে ফি বাড়ছে । নয়া শিক্ষা নীতি চালু হচ্ছে । প্রশ্ন তুলতে হবে মিড ডে মিলের বরাদ্দ কমছে কেন ।" এই প্রসঙ্গেই সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম জানান, লাঠির সামনে, গুলির সামনে দাঁড়িয়ে ছাত্ররা যে লড়াই করছেন ৷ তাঁদের কুর্নিশ ৷ তাঁর কথায় রাজ্যে স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের পতাকা তুলে ধরতে হবে ।

আরও পড়ুন:দম্পতিকে আত্মহত্যায় প্ররোচনা ! কাঠগড়ায় উপপৌরপ্রধান

চলতি 2022-23 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে এসএফআইয়ের সদস্যপদ বাড়ল প্রায় এক লক্ষ । 2011 সালের পর প্রথমবার এই রাজ্যে 8 লক্ষ সদস্যপদের গণ্ডি পেরিয়েছে এসএফআই । সেই প্রসঙ্গ তুলে সৃজন ভট্টাচার্য আরও বলেন, "ওরা ভেবেছিল প্রশ্ন করার কোনও লোক থাকবে না । ছাত্র আন্দোলন দমিয়ে দেবে । তৃণমূল সরকার ভুল ভেবেছিল । গত এক দশকের মধ্যে প্রথম এসএফআইয়ের সদস্য সংখ্যা এক লক্ষ বৃদ্ধি পেয়েছে ।"

এই ঘটনায় রাজ্য কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস জানান, একটা সুদীপ্তকে ওরা শেষ করেছে । লাখ লাখ সুদীপ্ত তৈরি হয়েছে । সুদীপ্তরা ক্যাম্পাসে না থাকলে ভর্তির সময় তোলাবাজি হয় । গায়ের জোরে ইউনিয়ন দখল করা হয় ।
এদিনের স্মরণসভাতেই এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন, " দশ বছর আগে পুলিশ হেফাজতে সুদীপ্ত গুপ্ত যখন মারা যান সেই ঘটনাকে ছোট ঘটনা বলে চিহ্নিত করেছিলেন মুখ্যমন্ত্রী । আজ সেই ছোট ঘটনা বড় ঘটনায় পরিণত হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details