কলকাতা, 2এপ্রিল: সালটা ছিল 2013-র 2 এপ্রিল ৷ সেদিন এসএফআই-এর রাজ্য ছাত্র সংসদের নির্বাচনের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তর ৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রকে বাঁচাতে ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে রবিবার এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনের সামনে একটি সভার আয়োজন করেছিল এসএফআই নেতৃত্ব ৷ এই সভার প্রধান বক্তা হিসাবে মহ: সেলিম দুর্নীতিতন্ত্র এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন ।
এদিন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "মিলি চক্রবর্তীর চিঠিটা আসল বিষয় নয় । আসল বিষয় হল রাজ্যে 8 হাজার 207টি স্কুল বন্ধ হচ্ছে । কলেজে ফি বাড়ছে । নয়া শিক্ষা নীতি চালু হচ্ছে । প্রশ্ন তুলতে হবে মিড ডে মিলের বরাদ্দ কমছে কেন ।" এই প্রসঙ্গেই সিপিএম রাজ্য সম্পাদক মহ: সেলিম জানান, লাঠির সামনে, গুলির সামনে দাঁড়িয়ে ছাত্ররা যে লড়াই করছেন ৷ তাঁদের কুর্নিশ ৷ তাঁর কথায় রাজ্যে স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের পতাকা তুলে ধরতে হবে ।