পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Admission Made: কলেজ ভর্তিতে এসএফআই'র হেল্প ডেস্ক 'অ্যাডমিশন মেড'

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজমুখী হচ্ছে পড়ুয়ারা । ইতিমধ্যে, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে (SFI Help Desk for College Admissions)। তাঁদের পাশে দাঁড়াতে এবার অভিনব উদ্যোগ নিল ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই । 'অ্যাডমিশন মেড' শীর্ষক হেল্প ডেস্ক রাজ্যজুড়ে বিভিন্ন কলেজে চালু করা হয়েছে ।

Admission Made
কলেজ ভর্তিতে এসএফআই-র হেল্প ডেস্ক 'অ্যাডমিশন মেড'

By

Published : Jul 19, 2022, 10:28 PM IST

কলকাতা, 19 জুলাই: কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়াতে এসএফআই-এর (Students Federation of India) পক্ষ থেকে চালু করা হয়েছে 'অ্যাডমিশন মেড' (Admission made) নামে হেল্প ডেস্ক ৷ ইতিমধ্যে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, দক্ষিণ 24 পরগনার বজবজ কলেজে হেল্প ডেস্ক খোলা হয়েছে (SFI Help Desk for College Admissions)। এসএফআই এর বক্তব্য, রাজ্যজুড়ে বিভিন্ন কলেজগুলিতে পড়ুয়াদের হয়রানি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । যাতে তাঁরা বিনামূল্যে দ্রুত স্বচ্ছভাবে কলেজে ভর্তির সুযোগ পান । কারণ, বহু কলেজে ভর্তির নামে পড়ুয়াদের থেকে অনৈতিক অর্থ সংগ্রহ থেকে শুরু করে নানা রকমভাবে হয়রানি হতে হয় । রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের মদতেই এই সব চক্র চলে বলেই অভিযোগ তাদের ।

হঠাৎ কেন এসএফআইকে এই উদ্যোগ নিতে হল? এসএফআই (Students Federation of India) রাজ্য সম্পাদক সৃজন ভট্টচার্য বলেন, "যে কাজ সরকার বা কলেজ কর্তৃপক্ষর করা উচিত, সেই কাজ আমরা করছি । যাতে পড়ুয়াদের কোনও রকম হয়রানির মধ্যে পড়তে না হয় । পন্থাটা নতুন হলেও দীর্ঘদিন ধরে কলেজ ভর্তিতে পড়ুয়াদের পাশে থেকেছে এসএফআই । তাঁদের গাইড করা, পরামর্শ দেওয়া ইত্যাদি করে থাকে এসএফআই সদস্যরা । কলেজের প্রসপেক্টাস, নিয়ম অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নিময়বিধি মেনে তা সঠিকভাবে করার পরামর্শ দেওয়া হয় ।"

আরও পড়ুন :অসুস্থ সিপিএম নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ

তবে সাধারণ পড়ুয়াদের পাশে দাঁড়ালেও তৃণমূলের গুন্ডাবাহিনী করতে দিচ্ছে না বলেই অভিযোগ সৃজনের । তিনি বলেন, "বজবজের কলেজে হেল্প ডেস্ক চালু করা হয় । সেখানে প্রথম দিনেই 50 জন পড়ুয়াকে সাহায্য করা হয়েছে । কিন্তু, সেখানে হামলা চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী । তা প্রতিরোধ করেও হেল্প ডেস্ক চালু রাখা হয় । কোনওভাবেই আমরা তৃণমূলের কাটমানি বাহিনীর কাছে মাথা নত করব না ।"

কলেজ ভর্তিতে এসএফআই-র হেল্প ডেস্ক 'অ্যাডমিশন মেড'

রাজ্যের অধিকাংশ কলেজেগুলিতে প্রায় সাত-আট বছর নির্বাচন হয়নি । তারপরও অধিকাংশ কলেজেগুলিতে তৃণমূল ছাত্র পরিষদ জোর পূর্বক ইউনিয়ন দখল করে রেখেছে বলে অভিযোগ এসএফআইয়ের । এই প্রসঙ্গ টেনেই সৃজনের বক্তব্য, নির্বাচন ছাড়াই কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদ জবর দখল করে রেখেছে । বেআইনিভাবেই কলেজ কর্তৃপক্ষ তাঁদের হাতে লাখ লাখ টাকা তুলে দিচ্ছে । তার কী ভয়ঙ্কর ফল হতে পারে তা অন্যতম উদাহরণ হয়ে গেল নজরুল মঞ্চের অনুঠান । গায়ক কে কে-র মৃত্যু । ঠিক একই রকমভাবে কলেজ ভর্তিতে গ্রাম থেকে আসা পড়ুয়াদের থেকে কাটমানি তোলে তৃণমূল বাহিনী । যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি । এসএফআই অন্যায়ের বিরুদ্ধে পড়ুয়াদের পাশে থাকবে । গোটা রাজ্যজুড়েই আমরা এই হেল্প ডেস্ক চালু রাখছি ।

ABOUT THE AUTHOR

...view details