পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Insaaf Sabha: পুলিশি বাধা উপেক্ষা করেই আজ বাম ছাত্র-যুবদের ইনসাফ সভা - আজ বাম ছাত্র যুবদের ইনসাফ সভা

বেলা একটাই ধর্মতলায় শুরু হচ্ছে বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা ইনসাফ সভা(Insaaf Sabha)৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

Etv Bharat
পুলিশি বাধা উপেক্ষা করেই আজ বাম ছাত্র যুবদের ইনসাফ সভা

By

Published : Sep 20, 2022, 7:42 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: এক মাস আগে কর্মসূচি ঘোষণা করেও অনুমতি পেল না বাম ছাত্র-যুবদের ইনসাফ সভা । কিন্তু ঘোষিত কর্মসূচি হবেই । পুলিশ ও প্রশাসনিক বাধা উপেক্ষা করেই । বলছেন বাম ছাত্র-যুব নেতারা ।

সূত্রের খবর, প্রাথমিকভাবে তিনটি বড় মিছিল ধর্মতলার ইনসাফ সভায় বেলা একটার মধ্যে পৌঁছবে(SFI DYFI Organised Insaaf Sabha Today)। একটি মিছিল হবে শিয়ালদা থেকে দ্বিতীয়টি হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয়টি পার্কস্ট্রিট থেকে । তিনটির মধ্যে শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশন থেকে রওনা দেওয়া মিছিল দুটি বড় । পার্কস্ট্রিট থেকে শুরু হওয়া মিছিলটিতে মূলত কলকাতা জেলার বাম ছাত্র-যুব কর্মীরাই অংশগ্রহণ করবেন । বাকি দুটিতে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলার কর্মী-সমর্থকরা অংশ নেবেন বলে জানা গিয়েছে ।

এছাড়াও, ছোট বড় বেশ কিছু মিছিল কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় পৌঁছবে ৷ সোমবার রাতের মধ্যে বিভিন্ন জেলা থেকে বহু কর্মী-সমর্থক বাম ছাত্র-যুবদের রাজ্য অফিস দীনেশ মজুমদার ভবনে পৌঁছেছেন । তাঁরাও পরিকল্পনামাফিক এই তিনটি মিছিলে অংশ নেবেন(SFI DYFI Insaaf Sabha)।

আরও পড়ুন :মন ভালো নেই ! মানসিক চিকিৎসার উদ্যোগ বাম চিকিৎসক ছাত্র সংগঠনের

প্রত্যেকটি মিছিল বেলা সাড়ে বারোটার মধ্যে শুরু করে দেওয়া হয়ে যাবে । বেলা একটার মধ্যে কেন্দ্রীয়ভাবে সেই মিছিল ধর্মতলায় মিশবে । বক্তব্য শুরু হবে বেলা একটা নাগাদই । প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সিপিএম তথা ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর আগে প্রয়াত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান বক্তব্য রাখবেন । এছাড়াও, বক্তব্য রাখবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান ও ধ্রুবজ্যোতি সাহা প্রমুখরা ৷
উত্তরবঙ্গ থেকে আগত বাম ছাত্র-যুবকর্মীরা শিয়ালদার মিছিলে অংশগ্রহণ করবেন । একইরকমভাবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া তথা গোটা জঙ্গলমহলের বাম ছাত্র-যুবকর্মীদের অধিকাংশই হাওড়ার মিছিলে পা মেলাবেন । হাওড়ার মিছিলের প্রথম সারিতে থাকবেন প্রয়াত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান ৷ এছাড়াও থাকবেন আনিসের খুড়তুতো দাদা সালমান খান ।

কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা থেকে একাধিক বাস, শ্যামবাজার, শিয়ালদা, পার্ক সার্কাস হয়ে ধর্মতলায় ঢুকবে । নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার কর্মী সমর্থকরা শিয়ালদার মিছিলে পা মেলাবেন । এই ইনসাফ সভার 'ক্যাপ্টেন' মীনাক্ষী মুখোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, "মানুষ নিজেদের দুঃখ দুর্দশার কথা জানানোর জন্য জমায়েত করবেন । তার জন্য কেন পুলিশি অনুমতির প্রয়োজন হবে ? আমাদের ঘোষিত কর্মসূচি হবেই ।"

আরও পড়ুন :বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

ABOUT THE AUTHOR

...view details