কলকাতা , 28 জুন : কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডকে কেন্দ্র করে তোলপাড় কলকাতা পৌরনিগমের সদর কার্যালয় । ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই (SFI) ডিওয়াইএফআই (DYFI)য়ের কর্মী-সমর্থকরা । বিক্ষোভে যোগ দিয়েছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA) নেতৃত্বও । এই বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায় । এসএফআই-ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ ।
করোনা ভ্যাকসিনের কালোবাজারি প্রতিবাদ ও বিনামূল্যে সর্বজনীন টিকাকরণের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই । তাঁদের দাবি, কলকাতা পৌর নিগমের মদতে শহরে ভুয়ো টিকাকরণ হচ্ছে । সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী কনীনিকা ঘোষ জানিয়েছেন, এত বড় কেলেঙ্কারির পিছনে কলকাতা পৌরনিগমের মদত রয়েছে । কলকাতা পৌরনিগমের নামে জাল নথি বার করে এত কিছু করা সম্ভব নয় । পৌরনিগমের বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি । সেই সঙ্গে বিনামূল্যে সকলের টিকাকরণ এবং করোনার টিকার কালোবাজারি বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি ।