কলকাতা, 23 ফেব্রুয়ারি:সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । সেটাই আপতত গুরুত্বপূর্ণ ৷ পঞ্চায়েত ভোটের পর রাজ্যে হবে ছাত্র সংসদের নির্বাচন ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তবে তাঁর এই প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারছে না সিপিএম-এর ছাত্র সংগঠন ৷ তাই আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল ভারতের ছাত্র ফেডারেশন (SFI) ।
উল্লেখ্য, রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ কয়েক বছর হয়নি ছাত্রভোট ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন কলেজের পড়ুয়ারা ৷ ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 17 দিন ধরে পড়ুয়ারা বিক্ষোভও দেখিয়েছে ৷ এসএফআই-এর তরফে রাতভোর এই অবস্থানের ডাক দেওয়া হয়েছিল । সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়েও ছাত্রভোটের দাবিতে সরব হয় এসএফআই (SFI demands Students Union Election) ৷
বৃহস্পতিবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসু বলেন,"ছাত্র ভোট নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও কথা হয়নি । আমরা নির্বাচন করব বলেছি । কোনও একটা বিশ্ববিদ্যালয়ের তো ভোট হবে তা নয়, সব জায়গাতেই একসঙ্গে ভোট হবে । পঞ্চায়েত ভোট সামনেই আছে । সেটায় আমাদের নজর রাখা উচিত । কেউ বিক্ষিপ্তভাবে আন্দোলন করতে চাইলে করতে পারে । তবে যখন ছাত্র সংসদ নির্বাচন হবে তখন একদিনে না হলেও, এক সময়ে ভোট হবে । আশা করছি পঞ্চায়েত ভোটের পরেই নির্বাচন হবে ।"
আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে 10 লক্ষ হবে: ব্রাত্য
তবে তাঁর এই আশ্বাসে ভুলতে নারাজ এসএফআই ৷ ছাত্র সংসদের নির্বাচন এবং বিকল্প জনমুখী শিক্ষানীতি এই দুই দাবিকে সামনে 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ৷ এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷ সেখানে বলা হয়েছে, "এই ধরনের প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি ৷ তবে তা বাস্তবে প্রতিফলিত হয়নি । স্বাভাবিকভাবে এই ধরনের মৌখিক বক্তব্যে আমাদের ভরসা নেই । বিগত ছয় বছর ধরে ছাত্র সমাজের সঙ্গে এই বিষয়ে প্রবঞ্চনা করছে রাজ্য সরকার । শিক্ষামন্ত্রীর মৌখিক ঘোষণা যতক্ষণ না নির্দেশিকা হিসেবে আসছে ততক্ষণ তা বিশ্বাসযোগ্য নয় । আমাদের দাবি অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক রাজ্য সরকার ।" রাজ্যে একইদিনে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে এসএফআই ৷