পুলিশি ব্যারিকেড ভেঙে এসএফআই-এর বিধানসভা অভিযান কলকাতা, 10 মার্চ: বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলা এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজ শিয়ালদা থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ৷ সেই অভিযানকে ব্যর্থ করতে জমায়েতের আগেই শিয়ালদা থেকে আটক করা হল এসএফআই কলকাতা জেলা সংগঠনের সভাপতি এবং সম্পাদক ৷ শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে এসএফআই-এর কলকাতার জেলা সভাপতি দেবাঞ্জন দে এবং সম্পাদক আতিফ নেশারকে আটক করে নিয়ে গেল কলকাতা পুলিশের বাহিনী ৷ তবে, এসএফআই-এর সেই মিছিল পুলিশ আটকাতে ব্যর্থ হয়েছে ৷ ডিসি মর্যাদার একাধিক আধিকারিকদের নেতৃত্বে থাকা বিশাল পুলিশ বাহিনী ও তাদের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায় (SFI Assembly Abhijan Starts After Break Police Barricades) ৷
এসএফআই-এর রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের নেতৃত্বে মিছিল কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড হয়ে মিছিল ধর্মতলার দিকে এগোতে শুরু করে ৷ এসএফআই কলকাতা জেলা সংগঠনের সভাপতি এবং সম্পাদককে আটক করার পর শিয়ালদা চত্বর বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় ৷ শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার বিভিন্ন গেটের বাইরে ব্যারিকেড তৈরি করে পুলিশ ৷ মূলত, মিছিলে অংশ নেওয়া এসএফআই এর সদস্যদের আটকাতেই এই কৌশল নেয় পুলিশ ৷ কিন্তু, পুলিশের সেই ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিযান শুরু করে এসএফআই ৷
‘‘ছাত্র ফেরাও, স্কুল বাঁচাও; ছাত্রভোট ফেরাও, কলেজ বিশ্ববিদ্যালয় বাঁচাও’’- এই স্লোগানে আজ বিধানসভা অভিযান করছে এসএফআই ৷ মূলত কলকাতা, দুই 24 পরগনা ও শহরতলির এসএফআই এর বিভিন্ন সংগঠনের নেতৃত্ব বিধানসভা অভিযানে অংশ নিয়েছে ৷ কলকাতার জেলা সভাপতি দেবাঞ্জন দে এবং সম্পাদক আতিফ নেশারের এই মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, তাঁদের আটক করায়, এসএফআই এর রাজ্য সভাপতি প্রতিকুর রহমান সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে ৷ এদিন হাওড়া স্টেশনেও পুলিশের তরফে এই মিছিল আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন:'শিক্ষা চোর, চাকরি চোর, ডিএ চোর সরকার, আর নেই দরকার', ডিএ আন্দোলনের রেশ হাইকোর্টেও
উল্লেখ্য, বিধানসভা অভিযানের সমর্থনে এসএফআই অভিযোগ করেছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে তৃণমূলের শাসনে ৷ আর তার ফল 8 হাজার 207টি প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুল বন্ধ করে দিয়েছে শিক্ষা দফতর ৷ এমনকি মাধ্যমিকে গতবছরের তুলনায় 4 লক্ষ পরীক্ষার্থী কমেছে ৷ এই সব নিয়ে এ দিন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই ৷ সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি, স্বজনপোষণ এবং সরকারি হস্টেল ও টিউশন ফি বাড়ানোর মতো একাধিক ইস্যুকে হাতিয়ার করে এই বিধানসভা অভিযান করছে সিপিএম-এর ছাত্র সংগঠন ৷