কলকাতা, 30 জানুয়ারি: প্রায় 10 মাস ধরে বন্ধ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান । বিগত কয়েকমাস ধরেই পড়ুয়াদের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবিতে আন্দোলন করছে বাম ছাত্র সংগঠন এসএফআই । আজও সেই একই দাবিতে প্রতীকী আন্দোলন করেন দলীয় সদস্যরা । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাতে মঞ্চ বেঁধে 'বিকল্প ক্লাসরুম' তৈরি করে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া থেকে শুরু করে তাদের প্রতীকী মিড-ডে মিলের বন্দোবস্ত করা হয় ।
এই আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্ত কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষিকা যোগ দেন । এবিষয়ে এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির নেতা অর্জুন রায় বলেন, "স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আমরা এই প্রতীকী আন্দোলন করে চলেছি । অনলাইনে ক্লাস হলেও উপযুক্ত ডিভাইস বা ইন্টারনেট পরিষেবার অভাবে অনেক ছাত্রছাত্রীই অংশ নিতে পারছে না ।"