পশ্চিমবঙ্গ

west bengal

SFI alleged to CM Mamata: মুখ্যমন্ত্রী যাদবপুর-কাণ্ডের তদন্ত প্রভাবিত করতে চাইছেন, অভিযোগ এসএফআই-এর

By

Published : Aug 21, 2023, 10:10 PM IST

Updated : Aug 22, 2023, 7:05 AM IST

যাদবপুরে ছাত্র মৃত্যুর কাণ্ডে সিপিএমকে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ যার পালটা দিতে গিয়ে মমতাকে মিথ্য়েবাদী বলে দেগে দিল এসএইআই ৷ মুখ্যমন্ত্রী আদতে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন বলেও অভিযোগ সিপিএমের ৷

Etv Bharat
অভিযোগ এসএফআই-এর

অভিযোগ এসএফআই-এর

কলকাতা, 21 অগস্ট: "মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথলজিক্যাল লায়ার। মিথ্যা বলে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন।" যাদবপুরকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পালটা আক্রমণ শানালেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেম সম্মেলন থেকে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া খুনের জন্য সরাসরি সিপিএমকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী ৷ তারই পালটা এবার মমতাকে নিশানা করল সিপিএম ৷ ফ্যাস, ডব্লুটিআই-এর মতো একাধিক পোশাকি নামের ছাত্র সংগঠন তৃণমূলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন সৃজন। ফলে, এই সমস্ত সংঠনের সঙ্গে যুক্ত অপরাধীদের আড়াল করতেই মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে দাবি তাঁর।

যাদবপুর নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে যাদবপুর নিয়ে আমরা গর্ববোধ করতাম। অথচ সিপিএমের ইউনিয়ন একটা ছেলেকে মেরে ফেলল। এরা জীবনে বদলাবে না। বছরের পর বছর রক্ত নিয়ে খেলেও এদের শান্তি নেই।’’ মমতার এই বক্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করেছে সিপিএমও। সৃজন ভট্টচার্য্য বলেন, "জ্যোতিবাবু বলতেন, মমতার পলিটিক্যাল রোগ রয়েছে। গৌতম দেব বলতেন, প্যাথলজিক্যাল লায়ার। আমরা আমাদের রাজ্যের অভিভাবককে সেভাবে বলতে চাই না। কিন্তু, সেটা না বলেও উপায় নেই। তিনি যে মিথ্যাচার করছেন তাতে ঘুরপথে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানে না ফ্যাস, ডব্লুটিআই-সহ যে সকল সংগঠনের নেতা-কর্মীরা এই হত্যা কাণ্ডে গ্রেফতার হয়েছেন, সেখান থেকে বেরিয়ে তৃণমূল- বিজেপির নেতা হয়েছেন। সিপিএমের হয়েছে এমনটা দেখাতে পারবেন না। সিঙ্গুর- নন্দীগ্রাম থেকে 2021 নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করেছে এসব নকশাল-খ্যাকশালরা। এদের সেই সাহায্যের প্রতিদান দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আড়াল করতে চেয়েছেন।"

আরও পড়ুন: 'যাদবপুরের ছাত্রকে মেরে ফেলল বামপন্থীরা', নেতাজি ইনডোরে তোপ মমতার
সিপিএমের রাজ্য কমিটির সদস্য শমীক লাহিড়ী আসানসোলে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কবে নিজের নাম ছাড়া সত্যি কথা বলেছেন ? যারা গ্রেফতার হয়েছে এবং যারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই তৃণমূল ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ৷ তারা ইন্ডিপেন্ডেন্ট বা নির্দলের নাম করে তৃণমূলের সঙ্গেই তৃণমূল ছাত্র রাজনীতির সঙ্গেই যুক্ত। পুলিশ যাতে তাদেরকে গ্রেফতার করে বড়সড় কেস না দিতে পারে সেই কারণেই মুখ্যমন্ত্রী এখন তাদের চাপে রাখতে চাইছে।"

Last Updated : Aug 22, 2023, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details