কলকাতা, 5 নভেম্বর:এবার বঙ্গ বিজেপির এক নেতার বিরুদ্ধে উঠল শারীরিক নির্যাতনের অভিযোগ । এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে বিজেপির লিগাল সেলের কনভেনার লোকনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে (Convener of BJP Legal Cell Lokenath Chatterjee) । অভিযোগকারী দলেরই যুব মোর্চার আইটি সেলের ইনচার্জ মণীশ বিসসা ৷ লোকনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি ।
জানা গিয়েছে, মণীশ বিসসা ঘটনাটির বিস্তারিতভাবে পোস্তা থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন । শুধু তিনিই নন, আরও দুজন সিআরপিএফ জোয়ানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশকে লেখা চিঠিতে মণীশ (Manish Bissa) অভিযোগ করেন, দলের কাজের জন্য তাঁরা বেশ কয়েকজন লোকনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে সিকিমে যান । সেখানেই তাঁর উপর 25 থেকে 31 অক্টোবরের মধ্যে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় । এরপর তিনি গিয়ে নিজের মেডিক্যাল পরীক্ষাও করিয়েছেন । এমনকী এই ঘটনার ভিত্তিতে লোকনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন মণীশ ।