পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sewer and Drainage System of Kolkata : বর্ষার আগে কলকাতার নিকাশি সংস্কারের লক্ষ্য পৌরনিগমের - KMC Target to Clean Sewer Silt Before Monsoon

আগামী মার্চ মাসের মধ্যে কলকাতার নিকাশি সংক্রান্ত সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করল পৌরনিগম কর্তৃপক্ষ ৷ আর তার প্রথম ধাপে নিকাশি নালাগুলির পলি তোলার কাজ শুরু হয়েছে ৷ পরবর্তী ক্ষেত্রে বাকি সংস্কারের কাজগুলি হবে ৷ জুন মাসে বর্ষা ঢোকার আগে শহরের নিকাশি ব্যবস্থাকে স্বাভাবিক করতে চাইছে কলকাতা পৌরনিগমের নব গঠিত বোর্ড ৷

Sewer and Drainage System Reform
Sewer and Drainage System Reform

By

Published : Jan 10, 2022, 11:21 AM IST

কলকাতা, 10 জানুয়ারি : গত দু’বছরে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে জমা জলের সমস্যা ৷ বিশেষ করে অতিমারির শুরুর পর যখনই বৃষ্টি হয়েছে শহরে, তখনই জমা জলে নাজেহাল হয়েছেন শহরবাসী ৷ পৌরনিগমের ভোটে জিতে তৃতীয়বার পৌরবোর্ড গঠনের পর এ বার সেই জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল শাসকদল তৃণমূল ৷ কলকাতার নিকাশি নালাগুলি থেকে পলি তোলার কাজ শুরু করেছে পৌরনিগম ৷

সামান্য বৃষ্টিতেই জল জমে কলকাতার এমন 100টির বেশি রাস্তার নিকাশি নালা থেকে পলি তোলা হবে (Sewer and Drainage System Reform in Kolkata) ৷ আগামী 3 মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পৌরনিগমের নিকাশি বিভাগের ৷ মেয়র পারিষদ তারক সিংকে কলকাতার এ বার নিকাশি ব্য়বস্থার দায়িত্ব দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই গুরু দায়িত্ব পালন করতে কোমড় বেঁধে নেমেছেন তিনি ৷ কারণ, জুন মাসে যখন প্রথম দফায় কাউন্সিলর, বরো চেয়ারম্যান এবং মেয়র পারিষদদের রিপোর্ট কার্ড তৈরি হবে ৷ তখন ভরা বর্ষার সময় ৷ সেই পরিস্থিতিতে সবার আগে তাঁর কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী ৷

তাই আগামী তিন মাস, অর্থাৎ, মার্চ মাস পর্যন্ত তারক সিংয়ের কঠিন পরীক্ষা ৷ ফলে আগামী বর্ষায় বিগত দু’বছরের মতো অভিজ্ঞতা শহরবাসীর না হয়, সেটাই এই মুহূর্তে নিকাশি বিভাগের প্রধান লক্ষ্য (KMC Target to Clean Sewer Silt Before Monsoon) ৷ কলকাতার কোন রাস্তায় কবে থেকে কাজ শুরু হবে ? তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করে ফেলেছে পৌরনিগমের নিকাশি বিভাগ ৷ পলি তুলতে এবং অন্যান্য মেরামতির কাজ করতে কোথায় কত মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার হবে তাও নথিভুক্ত করা হয়ে গিয়েছে ৷ তা এই বই আকারে মেয়র পারিষদ নিকাশি তারক সিংয়ের কাছে জমা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Department Distribution between MIC : শপথের পর মেয়র পারিষদদের বিভাগ বণ্টন কলকাতা পৌরনিগমে

সেই নথি অনুযায়ী, বাইপাস সংলগ্ন বেলেঘাটা, কসবা, তপসিয়া, তিলজলা, মুকুন্দপুর, কালিকাপুর ও সন্তোষপুরের একাধিক রাস্তা যেমন রয়েছে ৷ তেমনি উত্তর কলকাতার জোঁকা, কলেজস্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, হাতিবাগান, মানিকতলা, সেন্ট্রাল এভিনিউ নাম আছে তালিকায় ৷ দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক, যাদবপুরের বেশ কিছুটা অংশ, গার্ডেনরিচ, খিদিরপুর, বেহালা, ঠাকুরপুকুরের মতো নিচু এলাকা নিকাশির তালিকায় রয়েছে ৷

ইতিমধ্যে নিকাশির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ জানুয়ারি মাস থেকে শুরু হয়ে পুরো মার্চ পর্যন্ত নিকাশির কাজ চলবে ৷ তার পর কোনও এলাকায় কাজ বাকি থাকলে, সেগুলিকে প্রাধান্য দিয়ে করা হবে ৷ মূলত, এপ্রিল মাস থেকে স্থানীয় বজ্রগর্ভ মেঘের থেকে বৃষ্টি হয় কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় ৷ মাঝে মধ্যে কালবৈশাখীর দাপটও দেখা দেয় ৷ ফলে সেই সময় কলকাতার নিকাশি ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাভাবিক রাখাই লক্ষ্য পৌরনিগমের ৷ আর মে-জুন মাসে বর্ষা ঢোকার আগে নিকাশি নালাগুলির ভিতরে জমে থাকা পলি তুলে ফেলার লক্ষ্য নিয়েছে পৌরনিগম ৷

বর্ষার আগে কলকাতার নিকাশি সংস্কারের লক্ষ্য পৌরনিগমের

আরও পড়ুন : KMC Mayor Firhad Hakim : মেয়র পদে শপথ ফিরহাদের, জানালেন পাঁচ বছরের পরিকল্পনা

পাশাপাশি, পাম্পিং স্টেশনগুলিরও সংস্কার করা হবে ৷ যা নিয়ে মেয়র পারিষদদের সঙ্গে প্রথম বৈঠকেই আলোকপাত করেছিলেন মেয়র ৷ সেখানে শহরে নতুন পাম্পিং স্টেশন তৈরির কথাও জানিয়েছিলেন তিনি (New Pumping Station for Kolkata) ৷ নিকাশি সংক্রান্ত সব তথ্য নিয়ে যে বই প্রকাশ করেছে কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগ ৷ তা পৌরনিগমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷ সেখানে নিকাশি সংক্রান্ত সব তথ্য নাগরিকরা পেয়ে যাবেন বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details