কলকাতা, 10 জানুয়ারি : গত দু’বছরে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে জমা জলের সমস্যা ৷ বিশেষ করে অতিমারির শুরুর পর যখনই বৃষ্টি হয়েছে শহরে, তখনই জমা জলে নাজেহাল হয়েছেন শহরবাসী ৷ পৌরনিগমের ভোটে জিতে তৃতীয়বার পৌরবোর্ড গঠনের পর এ বার সেই জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল শাসকদল তৃণমূল ৷ কলকাতার নিকাশি নালাগুলি থেকে পলি তোলার কাজ শুরু করেছে পৌরনিগম ৷
সামান্য বৃষ্টিতেই জল জমে কলকাতার এমন 100টির বেশি রাস্তার নিকাশি নালা থেকে পলি তোলা হবে (Sewer and Drainage System Reform in Kolkata) ৷ আগামী 3 মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পৌরনিগমের নিকাশি বিভাগের ৷ মেয়র পারিষদ তারক সিংকে কলকাতার এ বার নিকাশি ব্য়বস্থার দায়িত্ব দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই গুরু দায়িত্ব পালন করতে কোমড় বেঁধে নেমেছেন তিনি ৷ কারণ, জুন মাসে যখন প্রথম দফায় কাউন্সিলর, বরো চেয়ারম্যান এবং মেয়র পারিষদদের রিপোর্ট কার্ড তৈরি হবে ৷ তখন ভরা বর্ষার সময় ৷ সেই পরিস্থিতিতে সবার আগে তাঁর কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী ৷
তাই আগামী তিন মাস, অর্থাৎ, মার্চ মাস পর্যন্ত তারক সিংয়ের কঠিন পরীক্ষা ৷ ফলে আগামী বর্ষায় বিগত দু’বছরের মতো অভিজ্ঞতা শহরবাসীর না হয়, সেটাই এই মুহূর্তে নিকাশি বিভাগের প্রধান লক্ষ্য (KMC Target to Clean Sewer Silt Before Monsoon) ৷ কলকাতার কোন রাস্তায় কবে থেকে কাজ শুরু হবে ? তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করে ফেলেছে পৌরনিগমের নিকাশি বিভাগ ৷ পলি তুলতে এবং অন্যান্য মেরামতির কাজ করতে কোথায় কত মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার হবে তাও নথিভুক্ত করা হয়ে গিয়েছে ৷ তা এই বই আকারে মেয়র পারিষদ নিকাশি তারক সিংয়ের কাছে জমা দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Department Distribution between MIC : শপথের পর মেয়র পারিষদদের বিভাগ বণ্টন কলকাতা পৌরনিগমে