পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে ভেঙেছে প্রচুর গাছ, তবে সুস্থ আছে আলিপুর চিড়িয়াখানার পশু-পাখিরা - ঘূর্ণিঝড় আমফান

গাছ পড়ে দেওয়াল ভেঙে পড়েছে হরিণ ও উটপাখি থাকার জায়গায় । আমফানে ক্ষতিগ্রস্ত আলিপুর চিড়িয়াখানা । কিন্তু পশু-পাখিদের কোনও ক্ষতি হয়নি ।

ছবি
ছবি

By

Published : May 24, 2020, 1:55 PM IST

কলকাতা, 24 মে : আমফানে বিধ্বস্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি । তছনছ কলকাতা । একাধিক গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত আলিপুর চিড়িয়াখানাও । গাছ পড়ে দেওয়াল ভেঙে গেছে হরিণ ও উটপাখি থাকার জায়গায় । কিন্তু পশু-পাখিদের কোনওরকম ক্ষতি হয়নি বলে জানালেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।

বাঘ, সিংহ, চিতা বা শিম্পাঞ্জিদের থাকার জন্য রয়েছে গুহা । ফলে, বুধবারের ঝড় তাদের উপর খুব বেশি প্রভাব ফেলেনি । কিন্তু জিরাফ বা জেব্রাদের থাকার জায়গা খোলা থাকে। ফলে, ঝড় এবং বাজ পড়ার আওয়াজে তারা ভয় পেয়েছে বলে মনে করা হচ্ছে । যার জেরে গত কয়েকদিন তারা খাবারও কম খেয়েছে। তবে, তাদের শারীরিক অবস্থা ঠিক আছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।

চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্ত বলেন, "চিড়িয়াখানার সমস্ত পশু-পাখির উপর দিন-রাত নজর রাখছেন কর্মীরা । প্রায় 35 টি গাছ পড়ে গেছে । যার মধ্যে কুমিরের থাকার জায়গায় একটি গাছ পড়েছিল । দ্রুত সেটিকে কেটে সরিয়ে ফেলা হয়েছে । যাতে গাছ বেয়ে কুমির বাইরে বেরিয়ে আসতে না পারে । আশা করছি, আর একদিনের মধ্যে পুরো চিড়িয়াখানায় পড়ে যাওয়া গাছগুলি সরিয়ে ফেলা হবে ।"

বাঘ, চিতা, সিংহ, হাতি, জ়েব্রা, জিরাফ, বিভিন্ন রকমের পাখি নিয়ে আলিপুর চিড়িয়াখানায় এখন প্রায় এক হাজার 100 টি বন্যপ্রাণী রয়েছে । কোরোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চিড়িয়াখানা ।

ABOUT THE AUTHOR

...view details