কলকাতা, 24 মে : আমফানে বিধ্বস্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি । তছনছ কলকাতা । একাধিক গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত আলিপুর চিড়িয়াখানাও । গাছ পড়ে দেওয়াল ভেঙে গেছে হরিণ ও উটপাখি থাকার জায়গায় । কিন্তু পশু-পাখিদের কোনওরকম ক্ষতি হয়নি বলে জানালেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।
বাঘ, সিংহ, চিতা বা শিম্পাঞ্জিদের থাকার জন্য রয়েছে গুহা । ফলে, বুধবারের ঝড় তাদের উপর খুব বেশি প্রভাব ফেলেনি । কিন্তু জিরাফ বা জেব্রাদের থাকার জায়গা খোলা থাকে। ফলে, ঝড় এবং বাজ পড়ার আওয়াজে তারা ভয় পেয়েছে বলে মনে করা হচ্ছে । যার জেরে গত কয়েকদিন তারা খাবারও কম খেয়েছে। তবে, তাদের শারীরিক অবস্থা ঠিক আছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।