কলকাতা, 14 ফেব্রুয়ারি:2016সালের নবম-দশম শ্রেণির চাকরিতে নিযুক্তদের বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা চলছে ৷ এর মধ্যে 618 জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত কেন নিল স্কুল সার্ভিস কমিশন ? কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন চাকরি হারানো প্রার্থীরা ৷ মঙ্গলবার তাঁরা ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ আগামিকাল বিষয়টি শুনবে বলে জানিয়েছে ।
গতকাল রাতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2016 সালে নিয়োগপ্রাপ্তদের মধ্যে থেকে 900 জনেরও বেশি প্রার্থীর মধ্যে থেকে প্রথম ধাপে 618 জনের চাকরি বাতিল হয় ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন ৷ বিচারপতি বিশ্বজিৎ বসু এই প্রার্থীদের চাকরি থেকে সরানোর ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন ৷ মঙ্গলবার সকালে 618 জন প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানান, গতকাল শুনানি শেষে ডিভিশন বেঞ্চ এই মামলার এখনও নির্দেশ দেয়নি ৷ স্থগিত আছে রায়দান ৷ এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি কেন 618 জনের চাকরি বাতিল করল ? যদিও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, 618 জনের অনেকে সাদাখাতা জমা দিয়েছিলেন, কেউ বা 2-3 নম্বর পেয়েছিলেন ৷ প্রথম দফায় 618 জনের নাম প্রকাশ করা হলেও পরে আরও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে ৷