কলকাতা, 6 জানুয়ারি : করোনা আক্রান্ত কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক । লালবাজার সূত্রের খবর, বুধবার কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল স্পেশ্যাল টাস্কফোর্স ভি নেশাকুমারের (V Solomon Nesakumar) শরীরে মিলেছে করনাভাইরাস । এখন তিনি হোম আইসোলেশনে রয়েছেন (several police officers test Covid positive) ৷
পাশাপাশি এই কয়েকদিনে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্স-এর বেশ কয়েকজন আধিকারিক ভিসা কুমারের সংস্পর্শে এসেছিলেন । খবরটি প্রকাশ্যে আসার পর তারাও নিজেদের সেফ আইসোলেশনে রেখেছেন । পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন বেনিয়াপুকুর থানার অফিসার ইনচার্জ অলোক সরকার । এ নিয়ে তিনি দ্বিতীয় বার করোনা সংক্রামিত হলেন ।