পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Joshimath Crisis: জোশীমঠ ধস ম্যানমেড ! জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি একাধিক সংগঠনের - Joshimath Sinking

জোশীমঠে ভয়াবহ ধসকে (Joshimath Sinking) জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি উঠল একাধিক নদীপ্রেমিক ও পরিবেশ সংগঠনের তরফে ৷ এই ঘটনাকে ম্যানমেড বিপর্যয় বলে উত্তরাখণ্ড প্রশাসনকে কাঠগড়ায় তোলা হয়েছে ৷

Joshimath
জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি

By

Published : Jan 22, 2023, 10:43 AM IST

কলকাতা, 22 জানুয়ারি:জোশীমঠে ভয়াবহ ধসের (Joshimath Crisis) ঘটনায় শতাধিক পরিবারকে উদ্ধার করা হয়েছে ৷ উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ ধীরে ধীরে ধসে যাচ্ছে ৷ পরিস্থিতি এমন হয়েছে যে, বহু বাড়িতে ফাটল ধরেছে ও অনেক বাড়ি ভেঙে পড়েছে ৷ ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ৷ যে কোনও মুহূর্তে বড় কোনও দুর্ঘটনার আশঙ্কা করছে প্রশাসন ৷ বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র । স্যাটেলাইট চিত্রেও জোশীমঠ বসে যাওয়ার ছবি স্পষ্ট হয়েছিল । তা নিয়ে তুমুল চর্চা শুরু হওয়ায় আপাতত সেটিকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়া হযেছে। এরকম পরিস্থিতিতে ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি তোলা হল একাধিক নদীপ্রেমিক ও পরিবেশ সংগঠনের তরফে ।

ম্যানমেড বিপর্যয়:একইভাবে সমস্ত ঘটনার জন্য প্রশাসনকে দোষী করে ম্যানমেড বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে । কলকাতা প্রেস ক্লাবে শনিবার জোশীমঠের সাম্প্রতিক সংকটের উপর একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে গঙ্গা মিশন, গণ উদ্যোগ সমিতি এবং নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন । এই তিনটি সংগঠনের মুখপাত্ররা ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মহম্মদ সেলিম । উপস্থিত বক্তারা প্রায় সকলেই জোশীমঠ পরিকল্পনামাফিক শহর গড়ে তোলা ও পাহাড় কেটে রাস্তা বানানো, গাছ কেটে ফেলা ইত্যাদি ঘটনাকে দায়ী করেছেন । আর এই ঘটনাগুলি প্রশাসনিক মদতেই হয়েছে বলে অভিযোগ তাঁদের ।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন: "4.5 সেন্টিমিটার নেমে গিয়েছে জোশীমঠ । যদি প্রতিরোধ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা যায় । আগামিদিনে এইরকম ঘটনা কলকাতা, সুন্দরবন-সহ নদীমাতৃক আমাদের বঙ্গ ও একাধিক জায়গায় ঘটবে, তা নিঃসন্দেহে বলা যায় । ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিকভাবে প্রত্যেকটি জিনিসের ভার বহনের ক্ষমতা নির্দিষ্ট রয়েছে । এক হাজার বছর ধরে গড়ে ওঠা জোশীমঠেরও নির্দিষ্ট ভার বহন ক্ষমতা ছিল । সেখানে বহু মানুষ বসবাস করছিল । কিন্তু পরিকল্পনামাফিক যেখানে পাহাড় কেটে ফাটল ধরিয়ে হোটেল থেকে রেস্টুরেন্ট গড়ে তুলেছে কর্পোরেট মাফিয়ারা । আর এর পিছনে মুনাফা লুটেছে বহু জমি হাঙ্গড়, প্রশাসনিক আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা । তাই এই বিপর্যয় প্রাকৃতিক নয় ম্যানুফ্যাকচারার ডিজাস্টার । এটা জাতীয় বিপর্যয় ।"

সেলিমের আরও দাবি: "দেড় বছর আগেই স্থানীয়রা বাড়ি ঘরে ফাটলের প্রতিবাদে পথে নেমেছিল প্রশাসন তাদের রুখে দিল । অথচ, ফাটল রুখতে যথাযথ পদক্ষেপ নেয়নি ।" এরপরে উত্তরাখণ্ড ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে সেলিম বলেন, "এই বিপর্যয় সম্পর্কে কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হল না ৷ বিষয়টি ধামাচাপা দেওয়া হল । অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে প্রতিটা দফতরের সঙ্গে সমন্বয় গড়ে তুলবেন ৷ প্রয়োজনে সমস্ত বিভাগকে সুন্দরভাবে পরিচালনা করবেন ।"

সেলিম প্রশ্ন করেন:"কোথায় গেল সেই প্রতিশ্রুতি? কেন বিভিন্ন দফতরে বিপর্যয় আটকাতে পারল না । কেন আইআইটি কানপুরের ল্যান্ড স্লাইডের তথ্যকে গুরুত্ব দেওয়া হল না? বরং লোভের বশে বিকাশের নামে উন্নয়নের নামে লুটেরা পুকুর জলাশয় জমির সবকিছু ধ্বংস করে যাচ্ছে । আর ধর্মের দোহাই দিয়ে নিজেদের চুরি দুর্নীতিকে আটকানোর চেষ্টা চলছে ।"

আরও পড়ুন:টানেল তৈরির সঙ্গে জোশীমঠের ভূমিধসের কোনও সম্পর্ক নেই, দাবি এনটিপিসি-র

ABOUT THE AUTHOR

...view details