পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ পাননি বহু পরিযায়ী শ্রমিক, অভিযোগ ওড়ালেন মন্ত্রী - পঞ্চায়েত মন্ত্রী

রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হবে ৷ কিন্তু এরপর অনেকের অভিযোগ তাঁরা কাজ পাননি ৷ যদিও, সব অভিযোগ বাতিল করে জ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন, " প্রতিশ্রুতি থেকেও অনেক বেশি কাজ দেওয়া হয়েছে ।"

ছবি
ছবি

By

Published : Sep 30, 2020, 10:41 PM IST

Updated : Sep 30, 2020, 10:47 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছিলেন রাজ্যে ৷ তবে কাজ ছাড়া ছিলেন তাঁরা ৷ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে ৷ কিন্তু এখনও পর্যন্ত বহু পরিযায়ী শ্রমিক সেই কাজ পাননি বলে অভিযোগ । যদিও পরিযায়ী শ্রমিকদের এই অভিযোগকে নস্যাৎ করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন, " প্রতিশ্রুতি থেকেও অনেক বেশি কাজ দেওয়া হয়েছে ।"

প্রায় 4 মাস হল ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন ৷ এখনও বেকার হয়ে রয়েছেন বহুজন । এমনই কয়েকজন পরিযায়ী শ্রমিকের সাক্ষাৎকার নেয় ETV ভারত । নদিয়ার বাসিন্দা প্রসেনজিৎ কর্মকার ৷ চার মাস আগে বেঙ্গালুরু থেকে ফিরেছেন । নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিনি । এখানে এসে সম্পূর্ণ বেকার । রাজ্য সরকারের ঘোষণা মতো জব কার্ড বা অন্য কোনও কাজ এখনও পর্যন্ত পাননি বলে জানালেন তিনি ।

একই রকম অভিযোগ নদিয়ার আরও এক পরিযায়ী শ্রমিক সঞ্জীব মাহাতোর । তিনি জানান এখনও পর্যন্ত কোনও প্রকার কাজ পাননি । এমনকী সরকারের তরফ থেকে কাজের ব্যবস্থার জন্য যোগাযোগ করেনি । এই রাজ্যে কোনও কাজ নেই । কলকারখানা নেই । পরিস্থিতি ভালো হলে আবার বাইরে ফিরে যেতে হবে ।"

কাজ পাননি বহু পরিযায়ী শ্রমিক, অভিযোগ ওড়ালেন মন্ত্রী

এদিকে, পরিযায়ী শ্রমিকদের এই অভিযোগকে নস্যাৎ করে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । প্রতিশ্রুতি মতো সবাইকে কাজ দেওয়া হয়েছে বলে ETV ভারতের কাছে দাবি করলেন তিনি । এই প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, "পরিযায়ী শ্রমিকেরা কোরোনাকে কেন্দ্র করে অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরে এসেছিলেন । তাঁরা এসেছিলেন অসহায় হয়ে । কোনও চাকরি-বাকরি ছিল না । সেই অবস্থায় আমরা MGNREGA-র ১০০ দিনের কাজের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি । এর মাধ্যমে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক অন্নসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন । প্রতিশ্রুতি থেকে অনেক বেশি করেছি । যে কোনও রাজ্য থেকে বেশি করেছি আমরা ।" অন্যদিকে, কাজ না পাওয়াদের প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "কাজ পাইনি যাঁরা, এমন হতে পারে প্রমাণ করতে পারেনি ওই গ্রামের লোক। শর্তসাপেক্ষে এই রাজ্যের লোক হতে হবে । গ্রামের লোক হতে হবে । পুকুর কাটা, রাস্তা তৈরি করা, গাছ লাগানো সহ বিভিন্ন কাজে লাগানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ।"

Last Updated : Sep 30, 2020, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details