বারুইপুর, 9 ডিসেম্বর: বারুইপুর ও চন্দনপুর স্টেশনে জরুরি লাইন মেরামতি কাজের জন্য শনিবার রাত 11.30 মিনিট থেকে রবিবার ভোর 5.30 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) । জানানো হয়েছে সংস্কারের কাজের জন্য বিভিন্ন রুটে একাধিক লোকাল ট্রেন বাতিল ও কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে ৷
এই কাজের জেরে হাওড়া (Howrah) থেকে 10 ডিসেম্বর শনিবার 36855, হাওড়া থেকে 11 ডিসেম্বর রবিবার 36811, 36813, 36815, বর্ধমান (Burdwan) থেকে 11 ডিসেম্বর রবিবার 36812, 36813, 36816, 36856 লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে ।
আপ লাইনে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুর পথে চালানো হবে । আপ হাওড়া–যোধপুর এক্সপ্রেস , আপ হাওড়া–মুম্বাই মেল, আপ হাওড়া–জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস ১০ ডিসেম্বর ব্যান্ডেল–খানা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে । আপ কলকাতা-সীতামারহি এক্সপ্রেস, আপ শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, আপ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস 10 ডিসেম্বর ব্যান্ডেল-খানা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন:6 ঘণ্টাতেই এবার শিলিগুড়ি টু কলকাতা, সামনের শীতের আগেই মিলবে পরিষেবা