পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bowbazar Metro Crisis: এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো! ভাঙা পড়বে 71টি বাড়ি

আগের শুক্রবার এই সময় বউবাজারের মদন দত্ত লেনের বহু বাসিন্দা এককাপড়ে ঘর ছেড়ে রাস্তায় নেমেছিলেন ৷ তাঁদের বাড়িতে ফাটল দেখা দিয়েছিল ৷ পরিস্থিতি যা তাতে আবও অনেককে ঘরছাড়া হতে হবে (Kolkata East-West Metro Line) ?

Firhad Hakim on Metro
ETV Bharat

By

Published : Oct 21, 2022, 9:17 AM IST

Updated : Oct 21, 2022, 10:04 AM IST

কলকাতা, 21 অক্টোবর: কমপক্ষে 71টি বাড়ি ভেঙে ফেলতে হবে মেট্রোর স্বার্থে ৷ হ্যাঁ, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত কলকাতা ইস্ট-মেট্রো লাইন (Kolkata East-West Metro Line) তৈরি হচ্ছে ৷ মাটির তলায় টানেল তৈরি করতে মধ্য কলকাতার জনবহুল বউবাজার এলাকার বহু বাড়ি গুঁড়িয়ে দিতে হবে ৷ কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষকে এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা (Jadavpur University experts advise over metro to Kolkata Municipal Corporation) ৷

সম্প্রতি 14 অক্টোবর, শুক্রবার ভোরে বউবাজারের মদন দত্ত লেনের 14টি বাড়িতে ফাটল ধরে ৷ মেট্রোর কাজ চলাকালীন কোনওভাবে বাড়িগুলির মাটির তলায় জল ঢুকে গিয়ে এই বিপত্তি হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ এর ফলে একদিনে প্রায় 142 জন ঘরছাড়া হয়েছেন ৷

আরও পড়ুন: রেল বোর্ডের আধিকারিকরা না এলে এই সমস্যার সমাধান অসম্ভব, জানালেন ফিরহাদ

বৃহস্পতিবার এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim over Metro work) বলেন, "12 মে 10টি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল ৷ তারপরই কলকাতা পৌরনিগম এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির কাছে পরামর্শ চেয়েছিল ৷ সেপ্টেম্বরের শেষে কলকাতা পৌরনিগমের কাছে ওই কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে ৷ তাতে তারা ওই (বউবাজার) এলাকায় 71টি গৃহস্থ বাড়ি ভেঙে ফেলার কথা জানিয়েছে ৷" তবে ওই 71টি বাড়ির অবস্থা খুবই খারাপ, জানান মেয়র ৷

তবে এই বাড়িগুলিতে থাকা বাসিন্দাদের একই পরিমাণ জায়গা দেওয়া যাবে না ৷ এর পরিবর্তে ফ্ল্যাট দেওয়া যেতে পারে ৷ কিন্তু বাড়িগুলির বাসিন্দারা কেউই ফ্ল্যাটে যেতে চাইছেন না বলে জানান ফিরহাদ ৷ তিনি বলেন, "এ নিয়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন" ৷

Last Updated : Oct 21, 2022, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details