পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Online Class in Colleges : গরমের চোখ রাঙানিতে বহু কলেজে ফিরল অনলাইন ক্লাস - Online Class in Colleges

তীব্র গরমের কারণে ইতিমধ্যেই স্কুলগুলিতে গরমের ছুটিতে দিয়ে দিয়েছে রাজ্য সরকার ৷ কলকাতার কলেজগুলি খোলা থাকলেও সেখানে অনলাইন ক্লাসেই জোর দেওয়া হয়েছে (Online Class in Colleges Of kolkata) ৷ একই দৃশ্য দক্ষিণবঙ্গের বহু জেলায় ৷

college online classes
গরমের চোখ রাঙানিতে বহু কলেজে ফিরল অনলাইন ক্লাস

By

Published : May 7, 2022, 8:14 PM IST

কলকাতা, 7 মে: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার কলেজে ফের বাড়তে শুরু করেছে অনলাইন ক্লাসের সংখ্যা (Online Class in Colleges) ৷ মূলত গরমের কারণেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বর্তমানে অনলাইন ক্লাস চালু করছে বলে জানা গিয়েছে ৷ রাজ্যে তীব্র দাবদাহের কারণে ইতিমধ্যেই স্কুলের গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার ৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও পরামর্শ দেওয়া হয়েছিল তীব্র গরমের মধ্যে পড়ুয়াদের অনলাইন ক্লাস নেওয়া যায় কি না, সেই বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে ৷ রাজ্যের এই পরামর্শ মেনে রাজ্যের অনেক কলেজেই ফের শুরু হয়েছে অনলাইন ক্লাস ৷

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ তখন অনলাইন ক্লাসই ছিল পড়ুয়াদের ভরসা ৷ করোনা সংক্রমণ কমায় মাস খানেক আগে খুলেছে রাজ্যের স্কুল, কলেজগুলি ৷ শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অফলাইন ক্লাস ৷ কিন্তু তীব্র গরমে এবার ফের অনলাইন ক্লাসেই ফিরছেন শিক্ষক-পড়ুয়ারা ৷ তবে এক্ষেত্রে পড়ুয়ারা বাড়িতে বসে অনলাইন পঠন-পাঠনের সুযোগ পেলেও শিক্ষক-শিক্ষিকাদের কলেজে আসতে হচ্ছে ৷ কোনও কোনও কলেজ নির্দেশিকা জারি করেছে সপ্তাহে তিনদিন শিক্ষক-শিক্ষিকাদের ক্যাম্পাসে আসতে হবে, প্রয়োজনে সেখান থেকেই তাঁরা অনলাইন ক্লাস নিতে পারেন ৷ কোনও কোনও কলেজে আবার ওয়াইফাই এর সুবিধা থাকায় শিক্ষকরা সেখানে এসেই ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস নিচ্ছেন ৷

আরও পড়ুন : আসানসোল সরকারি উন্নয়ন প্রকল্পের ক্যাম্প ফাঁকা ! শুকনো মুখে ঘুরছেন উপভোক্তারা

এ প্রসঙ্গে লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার বলেন, "আমাদের সমস্ত বিভাগের সব বিষয়ের ক্লাসই অনলাইন হচ্ছে ৷ মে মাসের তৃতীয় সপ্তাহে ছুটি না-পড়া পর্যন্ত এই অনলাইন ক্লাসই চলবে ৷" তবে তিনি জানিয়েছেন, কলেজ বন্ধ নেই ৷ বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য শিক্ষাকর্মীরা আসছেন ৷ অনেক শিক্ষকই কলেজে এসে অনলাইন ক্লাস নিচ্ছেন ৷ তবে জুনে গরমের ছুটি শেষ হওয়ার আগে পড়ুয়াদের কলেজে এসে ক্লাস করার প্রয়োজন নেই ৷ সুরেন্দ্রনাথ কলেজের তরফে জানানো হয়েছে, 2 মে থেকেই অনলাইন ক্লাস শুরু হয়েছে ৷ কিন্তু প্রজেক্ট জমা দেওয়া, প্র্যাক্টিকাল ক্লাস করতে পড়ুয়াদের কলেজে আসতে হবে ৷ তবে রাজ্যে সরকারি স্কুলগুলিতে গত 27 এপ্রিল থেকে গরমের ছুটি পড়লেও, বেসরকারি স্কুলগুলিতে ছুটি পড়েনি ৷ সেখানকার পড়ুয়াদের নিয়মিত স্কুলে যেতে হচ্ছে ৷ পরের সপ্তাহ থেকে অনেক বেসরকারি স্কুলেই অফলাইন ক্লাস শুরু হওয়ার কথা ৷

ABOUT THE AUTHOR

...view details