কলকাতা, 25 অক্টোবর:বিএসসি এবং এমএসসি নার্সিংয়ে ভরতির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ । আগের দিকে র্যাংক থাকা প্রার্থীদের দূরের কলেজে এবং পিছনে র্যাংকের প্রার্থীদের কাছাকাছি কলেজে ভরতির সুযোগ দেওয়া হচ্ছে ৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন একাধিক প্রার্থী । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের বক্তব্য জানতে চেয়েছেন ।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে জুন মাসে কাউন্সেলিং করা হয় । সেখানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একধিক জেলার বহু প্রার্থীকে উত্তরবঙ্গ, বাঁকুড়া, বীরভুমের দিকের কলেজ দেওয়া হয়েছে ৷ কারণ কাছাকাছি কোনও মেডিক্যাল কলেজে শূন্যপদ ছিল না । কিন্তু পরে 5 অক্টোবর ফের বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে 57টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য দফতর । কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগেই যারা ভরতি হয়ে গিয়েছে তারা নতুন করে এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না । বাধ্য হয়ে যাদের আগের দিকে র্যাংক ছিল তারা দূরের কলেজে ভরতি হতে হয়েছে ৷
প্রার্থীদের বক্তব্য, তাঁরা স্বাস্থ্য দফতরে আবেদন জানিয়েছিলেন যাতে তাঁদের পুনরায় কাউন্সেলিংয়ে (আপগ্রেডেশনের) বসার সুযোগ দেওয়া হয় । কিন্তু তাতে নারাজ স্বাস্থ্য দফতর । প্রার্থীদের কথায়, তাঁদের থেকে পরে র্যাংক থাকা প্রার্থীরা কাছাকাছি কলেজে পড়ার সুযোগ পাবে কিন্তু তারা কেন বঞ্চিত হবেন? তাঁরা যখন কাউন্সেলিংয়ে আপগ্রেডেশনের জন্য আবেদন করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় শূন্যপদ নেই । কিন্তু পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে প্রচুর শূন্যপদ রয়েছে !