পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কসবা থানার 7 পুলিশকর্মী কোরোনা আক্রান্ত - Police

এবার কোরোনায় আক্রান্ত কসবা থানা 7 জন পুলিশকর্মী ৷ তাঁদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর, তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, দু'জন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার ।

ছবি
ছবি

By

Published : Jul 11, 2020, 4:05 PM IST

কলকাতা, 11 জুলাই : কোরোনায় আক্রান্ত এবার কসবা থানার পুলিস ৷ এক সঙ্গে সেখানকার 7 জন পুলিশকর্মী আক্রান্ত হলেন কোরোনায় । তাঁদের মধ্যে এক জন সাব-ইন্সপেক্টর, তিন জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, দু'জন কনস্টেবল এবং এক জন সিভিক ভলেন্টিয়ার । ঘটনায় কপালে ভাঁজ পড়েছে লালবাজারের ।

মাস দু'য়েক আগে কোরোনায় সংক্রমিত হয়েছিলেন গার্ডেনরিচ থানার OC । সেটাই ছিল কলকাতা পুলিশের প্রথম সংক্রমণের ঘটনা । তার জেরে রীতিমতো হইচই পড়ে গেছিল । বদলি করা হয়েছিল OC কে । নতুন OC ময়ূখময় রায় দায়িত্বভার নিয়েছিলেন । সেই ঘটনার পর পুলিশকর্মীদের মনোবল বাড়াতে গেছিলেন খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মা । কলকাতা পুলিশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা তিনশো ছড়িয়েছে । তবে এর মধ্যে সুস্থ হয়েছেন শতাধিক পুলিশকর্মী । গার্ডেনরিচ, প্রগতি ময়দান, বউবাজার, বেলেঘাটা থানার OC-রা পরে সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন । বড়তলা, গড়ফা থানার অতিরিক্ত OC-রাও এখন কোরোনামুক্ত । আক্রান্ত 16 জন পুলিশকর্মী সুস্থ হয়ে গেছেন গড়ফা থানায় । কিন্তু ঘটনা হল প্রায় প্রতিদিন নতুন নতুন সংক্রমণের ঘটনা ঘটছে । যেমনটা ঘটলো কসবা থানার ক্ষেত্রে ।

আক্রান্ত পুলিশকর্মীদের চিকিৎসা ও দেখভালের জন্য লালবাজারের তরফে তৈরি করা হয়েছে বিশেষ ওয়েলফেয়ার সেল । এমনিতে ওয়েলফেয়ার সেল আগে থেকেই ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষ এই সেলে পুলিশের বিভিন্ন ডিভিশন এবং ব্যাটেলিয়ান সহ প্রতিটি ইউনিটের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে । তাতে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 43 জন । যুগ্ম-কমিশনার সদর শুভঙ্কর সিনহা সরকারের নেতৃত্বে ওই সেলে কাজ করছে । লালবাজারের 17 জন পুলিশকর্তাও ওই সেলের সদস্য । পুলিশকর্মীরা যাতে ঠিকঠাক চিকিৎসা পায় তার জন্যই ওই সেল কাজ করছে । সেই সূত্র ধরেই কসবা থানার আক্রান্ত চারজনকে ইতিমধ্যেই কেবিসি হাসপাতালে ভরতি করা হয়েছে । বাকি তিন জনকে আজ হাসপাতালে ভরতি করার কথা ।

ABOUT THE AUTHOR

...view details