কলকাতা, 9 অগস্ট: মঙ্গলবার থেকে ভাইরাল জ্বরে কাবু প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম-সহ সাতজন বিচারপতি ৷ ভাইরাল জ্বরে আক্রান্তের তালিকায় রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ৷ বিচারপতিদের পাশাপাশি, একাধিক আইনজীবীও জ্বরের কারণে আদালতে অনুপস্থিত রয়েছেন ৷ ফলে নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েত-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের শুনানি নিয়ে চিন্তিত মামলাকারীরা ৷ উল্লেখ্য, গতকাল প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে হাজির থাকতে পারেননি ৷ তিনি ভার্চুয়াল শুনানি করেছিলেন মঙ্গলবার ৷ তবে বুধবার তিনি আসেন ৷
শুধু ভাইরাল জ্বর নয় ৷ কনজাংটিভাইটিস বা জয়বাংলার সমস্যাও দেখা দিয়েছে ৷ কনজাংটিভাইটিসের কারণে বেশ কয়েকজন বিচারপতি এজলাসে বসতেই পারেননি মঙ্গলবার ৷ আর বুধবার বিচারপতিরা আদালতে এসেছেন ৷ তাঁরা প্রথম অর্ধে শুনানির কাজ করেছেন ৷ কিন্তু, শারীরিকভাবে কষ্ট হওয়ায় দ্বিতীয়ার্ধে অধিকাংশ বিচারপতি এজলাসে বসতে পারবে না বলেও খবর ৷ এদিকে নিয়োগ দুর্নীতি ও পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অংসখ্য মামলা জমে আছে ৷ ফলে আশংকা করা হচ্ছে, সেই মামলাগুলির শুনানির ক্ষেত্রেও সাময়িক ব্যাঘাত ঘটবে ৷