কলকাতা, 7 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমে তৃণমূলের বোর্ডের সময়কালে বছরের পর বছর ঘাটতি বাজেট পেশ করাই দস্তুর ৷ অন্তত পরিসংখ্যান তাই বলছে ৷ তবে, এবার লক্ষ্য সেই বিপুল পরিমাণ ঘাটতির অংকে বদল আনা (Service Price May Increase to Reduce Budget Deficit) ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, সেই লক্ষ্যে এবার বিভিন্ন খাতে বরাদ্দ কমানো হতে পারে আসন্ন পৌর বাজেটে ৷ তেমনই প্রবল সম্ভবনা বিভিন্ন পৌর-পরিষেবায় ধার্য খরচের পরিমাণ বাড়ানো ৷ প্রসঙ্গত, আগামী 10 মার্চ পেশ হবে কলকাতা পৌরনিগমের 2023-24 অর্থবর্ষের বাজেট ৷
কলকাতা পৌরনিগমের চলতি বছরে আয় বেড়েছে ৷ তবে, আর্থিক সংকট কাটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না ৷ বিগত বছরগুলির অপেক্ষায় চলতি অর্থবর্ষে (2022-23) রেকর্ড আয় করেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ তবে, আয় বাড়লেও ব্যয় ও দেনার ভারে কোষাগারে ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়নি ৷ তাই আর্থিক বছর শেষে এখন পৌরভবনে তোড়জোড় চলছে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি ৷ লক্ষ্য প্রতিবারের বিপুল ঘাটতির ছবিকে বদলে ফেলা ৷ ঘাটতি থাকলেও তা যাতে বেশ খানিকটা কম হয়, সেই চেষ্টাই করা হচ্ছে ৷
2023-24 অর্থবর্ষের বাজেটে বিভিন্ন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক খরচে কাটছাঁট করা হবে বলে সূত্রের খবর ৷ তাতে পৌরনিগমের খানিক অর্থ সাশ্রয় হবে ৷ অন্যদিকে, আরও বেশ কয়েকটি খাতে বরাদ্দ অল্প-বিস্তর কমতে পারে ৷ শুধু বরাদ্দ কমানোই নয় ৷ এবার প্রাধান্য দেওয়া হতে পারে নিকাশি, জঞ্জাল সাফাই-সহ অল্প খরচের বিভিন্ন পৌর-পরিষেবায় খরচ বাড়ানোর উপর ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, যত বছর গেছে ক্রমে বেড়েছে বাজেট ঘাটতির পরিমাণ ৷ চলতি অর্থবর্ষে বাজেট ঘাটতি ধরা হয়েছিল 177 কোটি টাকা ৷ আগামী আর্থিক বছরে সেই ঘাটতি বেশ খানিকটা কমতে পারে ৷ কম-বেশি 100 কোটি টাকায় নামিয়ে আনার চেষ্টা করছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ এখন দেখার চেষ্টা কতটা সফল হয় ৷ সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ করা যায় ৷