কলকাতা, 10 নভেম্বর : "আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে প্রশ্ন করুন", মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে বিধানসভার অধিবেশনে উপস্থিত না থাকার অভিযোগ তুলেছেন ৷ তার জবাবে বামনেতা মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন ৷ রাজ্যে সাম্প্রতিক একাধিক বিতর্কিত বিষয়ে তিনি তাঁর মত জানালেন সাংবাদিকদের ৷
মুখ্যমন্ত্রী গতকাল বলেন, বিরোধীরা বিধানসভার কাজে অসহযোগিতা করছে ৷ এপ্রসঙ্গে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার পরামর্শ দিলেন । বামফ্রন্ট জমানার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময়কালে বিরোধী দল হিসেবে সরকারি অথবা বিধানসভার প্রকল্পের বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তিনি জানান, আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিরোধী দল বিজেপি তৃণমূল নেত্রীর ছাঁচে এবং আদলে তৈরি ৷ পাল্টা বামনেতার অভিযোগ আরএসসএর-এর এক হাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেক হাতে শুভেন্দু অধিকারী ৷ তাই মুখ্যমন্ত্রীকে তাঁর প্রশ্ন, "তিনি কাকে প্রশ্ন করছেন ? মুখ্যমন্ত্রী বিরোধী হিসেবে যা যা করতেন, এখনকার বিরোধী দল তাই করছে ৷ কারণ তারা ওনার ভাবশিষ্য হয়েই বড় হয়েছে ৷"
রাজ্যের দুই শক্তি বিজেপি এবং তৃণমূল রাজ্যের রাজনীতিকে কলুষিত করছে বলে অভিযোগ করেন বামনেতা ৷ এপ্রসঙ্গে তিনি তথাগত রায়ের সাম্প্রতিক টুইট নিয়ে বলেন, "তথাগত রায় একটি টুইটে বলেছেন অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বের করা আবশ্যক ৷ তার মানে দল অর্থ এবং নারীর চক্রে ঢুকে বসে আছে ৷" সুজনের প্রশ্ন নরেন্দ্র মোদি, অমিত শাহ কি এবিষয়টা জানেন না ? তিনি জানান, এই টুইটে তথাগত রায় বিজেপি নেতাদের নাম জানিয়েছেন ৷ অন্যদিকে ক'দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য উল্লেখ করেন, "কারা কারা কয়লা পাচারে আর নারী পাচার চক্রে কীভাবে যুক্ত হয়ে যাচ্ছে, সব জানি ৷ আমি দয়াপরবশ, সেই কারণে কিছু করলাম না, ছেড়ে দিচ্ছি ৷" বামনেতার বললেন, "এর অর্থ মুখ্যমন্ত্রী সব জানেন" ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথাগত রায়ের এই তথ্যের উৎস একই কিনা তা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান বামনেতা ৷ তাঁর অভিযোগ, তৃণমূল ও বিজেপি দু'পক্ষই দু'পক্ষের কথা জানে ৷