পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিডিয়ো-সেলফি তুলতে জীবনের ঝুঁকি, কী বলছেন মনোবিদরা - সেলফির 'নেশা'

সেলফি তোলাটা এক ধরনের মানসিক অসুস্থতার পর্যায়ে চলে গিয়েছে ? যার থেকে বাড়ছে বিপদ! কী বলছেন মনোবিদেরা?

সেলফি
সেলফি

By

Published : Feb 8, 2021, 11:08 PM IST

Updated : Feb 10, 2021, 3:13 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন দুই যুবক ৷ আশপাশে দাঁড়িয়ে তাঁদের বন্ধুরা ৷ কেউ নিষেধ করল না ৷ বরং তাঁরা ব্যস্ত ক্যামেরা হাতে ৷ গতকালের এই দৃশ্যের মতো ঘটনা প্রায়ই ঘটছে ৷ বন্ধুদের কাছে জনপ্রিয় হতে অনেকেই বিপজ্জনকভাবে সেলফি তুলছেন ৷ কিংবা ভিডিয়ো করছেন ৷ দ্বিতীয় হুগলি সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার প্রধান কারণ ছিল স্ট্যান্ট ভিডিয়ো রেকর্ড ৷ কিন্তু ঘটে বিপত্তি ৷ একজন পারে উঠে আসলেও অপরজনের খোঁজ এখনও পাওয়া যায়নি ৷

দুই যুবকের এমন হঠকারিতার জন্য সেলফির 'নেশা'কেই দায়ি করেছেন সমাজের একাংশ ৷ এই বিষয় বিশিষ্ট মনোবিদ রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, "সেলফি তোলাটা এক ধরনের মানসিক অসুস্থতার পর্যায়ে চলে গিয়েছে ৷" তিনি আরও বলেন, "এটি একটি অবসেসিভ কম্পালসিভ ডিজ়ওর্ডারে পরিণত হয়েছে ৷ অর্থাৎ সমাজের একাংশ মানুষের মধ্য একটি বাধ্যবাধকতা কাজ করছে ৷ যেভাবেই হোক তাঁদের ছবি তুলতে হবে ৷ নতুনত্ব চমক দেখাতে হবে ৷ সেটা নিজের জীবন বিপন্ন করে হলেও ৷ এর পিছনে যে কারণ কাজ করছে তাহল, রাতারাতি বিখ্যাত হওয়ার আকাঙ্ক্ষা ৷ নিজেদের প্রকাশ করা ভিডিয়োয় লাইক, শেয়ার পাওয়ার আকাঙক্ষা ৷ অর্থাৎ অপরের দৃষ্টি আকর্ষণ করা৷"

এই সংক্রান্ত খবর: জনপ্রিয়তার লোভে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, নিখোঁজ যুবক

অপর এক মনোবিদ তীর্থঙ্কর গুহঠাকুরতা বলেন, "সেলফি তোলা কোনও মানসিক রোগ নয় । তবে বেশকিছু পরিসংখ্যান ও পর্যবেক্ষণের মাধ্যমে গবেষকরা জানতে পেরেছেন, অতিরিক্ত সেলফি নেওয়ার প্রবণতার পেছনে কিছু কিছু সাইকো-প্যাথলজি থাকতে পারে ৷" তিনি আরও বলেন, " যেমন একাংশ মানুষ আছে, যাঁরা নিজেদের অপরের সামনে লাইমলাইটে আনার চেষ্টা করেন ৷ সেক্ষেত্রে সেলফি আলাদা একটা স্পেস দেয় ৷ বিশেষ করে কোরোনার সময় যখন সোশাল আলাপচারিতা কমে গেছে, সেখানে সোশাল মিডিয়া একমাত্র মাধ্যম যেখানে তাঁরা নিজেকে সমাজের সামনে তুলে ধরতে পারছেন সেলফির মাধ্যমে ৷ সেক্ষেত্রে এটি অবসেসিভ কম্পালসিভ ডিজ়ওর্ডারে পরিণত হতে পারে৷"

সেলফি তুলতে জীবনের ঝুঁকি, কী বলছেন মনোবিদরা

তাহলে কী করে রোখা যাবে বিপজ্জনকভাবে সেলফি তোলার প্রবণতা ? কীভাবে মানুষকে করা যাবে সচেতন ? মনোবিদেরা বলছেন সচেতনতা বৃদ্ধিতে সেলফি তুলতে গিয়ে মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে প্রধান ভূমিকা নিতে হবে সমাজের প্রতিটি মানুষকে ৷ যুবক-যুবতিদের সচেতন করতে হবে পরিবারকে ৷

Last Updated : Feb 10, 2021, 3:13 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details