কলকাতা, 19 জানুয়ারি: একদিনের পুলিশি হেফাজত হল হাওড়া থেকে আইএস জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ সাদ্দামের ৷ অন্যদিকে, সাদ্দামের সঙ্গে জঙ্গি সন্দেহে ধৃত সইদ আহমেদের একদিনের জেলা হেফাজত হয়েছে ৷ বৃহস্পতিবার তাদের আদালতে তোলে কলকাতা পুলিশের এসটিএফ ৷ এদিন এসটিএফের তরফে ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ ইউএপিএ ধারা যোগ করার আবেদন জানানো হয় আদালতে ৷ সেই আবেদন মঞ্জুর করেন বিচারক (suspected ISIS terrorists arrested by STF) ৷
এদিন আদালতে এসটিএফের তরফে জানানো হয়, ধৃত সাদ্দামকে জেরা করে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে ৷ তাই তাকে পুলিশি হেফাজতে রাখা প্রয়োজন ৷ এরপরে বিচরক সাদ্দামের একদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ৷ উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা হাওড়ার 2 যুবক সাদ্দাম এবং সইদ আহমেদকে আইএসআইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার করে । এসটিএফ সূত্রে খবর,অভিযুক্তরা ধরা পড়ার আগে খিদিরপুরে একটি গোপন বৈঠকে যোগদানের জন্য বেরিয়েছিল । পরে তাদেরকে গ্রেফতার করে হাওড়ার টিকিয়াপাড়ায় সাদ্দামের বাড়িতে তল্লাশি চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (two suspected IS terrorists arrested from Howrah) ।