কলকাতা, 27 জুন : RBI বলছে 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই । কিন্তু, বাস্তব বলছে অন্য কথা । দোকান, বাজার থেকে বাস, ট্রাম বেশিরভাগ জায়গাতেই বাতিলের খাতায় 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন । কয়েন নিতে অস্বীকার করা কি অপরাধ ? কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।
কখনও বিক্রেতা নেন না । কখনও বা ক্রেতা নিতে রাজি হন না । সব মিলিয়ে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে । এই দ্বন্দ্ব কাটাতে গতকাল এক বিবৃতি দেয় RBI । স্পষ্ট জানানো হয়, 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই ।
এই কয়েন নিতে কেউ বা কারা যদি অস্বীকার করে, তা কি তা শাস্তিযোগ্য অপরাধ ? কী বলছেন আইনজীবীরা ।
আইনজীবীদের বক্তব্য -
আইনজীবী আশিসকুমার চৌধুরি বলেন, "RBI-র গাইডলাইনের 124-এ ধারায় বলা আছে, দেশবাসী হিসাবে কেউ দেশের কোনও মুদ্রা নিতে অস্বীকার করতে পারেন না । এটা এক ধরনের দেশদ্রোহিতার মধ্যে পড়ে এবং শাস্তিযোগ্য অপরাধ।"
আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "RBIর গাইডলাইনে বলা আছে, যে কোনও ব্যাঙ্ক তার গ্রাহক না হলেও একজন ব্যক্তির থেকে কয়েন নিতে বাধ্য । এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল । সেই মামলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল সব কয়েন নিতে সবাই বাধ্য । কেউ কয়েন না নিলে তা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"