পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কয়েন নিতে না চাইলে হতে পারে দেশদ্রোহিতার মামলা" - RUPEE

বেশিরভাগ জায়গাতেই বাতিলের খাতায় 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন । কয়েন নিতে অস্বীকার করা কি অপরাধ ? কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 27, 2019, 10:14 PM IST

Updated : Jun 27, 2019, 10:20 PM IST

কলকাতা, 27 জুন : RBI বলছে 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই । কিন্তু, বাস্তব বলছে অন্য কথা । দোকান, বাজার থেকে বাস, ট্রাম বেশিরভাগ জায়গাতেই বাতিলের খাতায় 50 পয়সা বা 1 টাকার ছোটো কয়েন । কয়েন নিতে অস্বীকার করা কি অপরাধ ? কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

কখনও বিক্রেতা নেন না । কখনও বা ক্রেতা নিতে রাজি হন না । সব মিলিয়ে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে । এই দ্বন্দ্ব কাটাতে গতকাল এক বিবৃতি দেয় RBI । স্পষ্ট জানানো হয়, 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই ।

এই কয়েন নিতে কেউ বা কারা যদি অস্বীকার করে, তা কি তা শাস্তিযোগ্য অপরাধ ? কী বলছেন আইনজীবীরা ।

আইনজীবীদের বক্তব্য -

আইনজীবী আশিসকুমার চৌধুরি বলেন, "RBI-র গাইডলাইনের 124-এ ধারায় বলা আছে, দেশবাসী হিসাবে কেউ দেশের কোনও মুদ্রা নিতে অস্বীকার করতে পারেন না । এটা এক ধরনের দেশদ্রোহিতার মধ্যে পড়ে এবং শাস্তিযোগ্য অপরাধ।"

আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "RBIর গাইডলাইনে বলা আছে, যে কোনও ব্যাঙ্ক তার গ্রাহক না হলেও একজন ব্যক্তির থেকে কয়েন নিতে বাধ্য । এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল । সেই মামলায় রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল সব কয়েন নিতে সবাই বাধ্য । কেউ কয়েন না নিলে তা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"

আইনজীবীদের বক্তব্য

এই সংক্রান্ত খবর :50 পয়সা বা ছোটো 1 টাকা, অবৈধ নয় কোনও কয়েন

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "কয়েন নিতে কেউ অস্বীকার করলে RBI নিজে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। পাশাপাশি রাজ্য সরকারও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে । সর্বাধিক ছ'মাস জেল হতে পারে সেই সঙ্গে জরিমানা ।"

কেউ যদি কয়েন নিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কী করবেন ? কোথায় অভিযোগ জানাবেন ? কী বলছেন আইনজীবীরা ।

আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, "কেউ কয়েন নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাতে পারেন । জেলাশাসকের হেল্প লাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন । অভিযোগ জানাতে পারেন ন্যাশনাল কনজ়িউমার কমিশনেও ।"

এই সংক্রান্ত খবর :নির্দেশিকাই সার ! ছোটো কয়েন নিয়ে ভোগান্তির শেষ নেই

আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "সরাসরি রিজ়ার্ভ ব্যাঙ্কে অভিযোগ জানাতে পারেন । পুলিশেও অভিযোগ জানানো যেতে পারে । কারণ, এটা দেশদ্রোহিতার মধ্যে পড়ে ।"

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রিজ়ার্ভ ব্যাঙ্ক, অর্থ মন্ত্রকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারেন । পুলিশেও অভিযোগ জানাতে পারেন ।"

Last Updated : Jun 27, 2019, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details