কলকাতা, 12 ডিসেম্বর:পরশু বড়দিন আর কয়েকদিন বাদেই বর্ষবরণ। স্বাভাবিকভাবেই 25 ডিসেম্বর অর্থাৎ রবিবার যাত্রী ভিড় বাড়তে চলেছে মেট্রোয় । সেকথা মাথায় রেখেই অন্যান্য বছরের মত এই বছরেও প্রতিটি স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে মরিয়া কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
25 ডিসেম্বর যাত্রী ভিড় সামাল দিতে অনেক রাত পর্যন্ত চালানো হবে মেট্রো । অন্যদিকে যাত্রীদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছে কতৃপক্ষ । বাড়ানো হচ্ছে নিরাপত্তা কর্মীর সংখ্যাও । অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে।
ভিড় সামাল দিতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনের নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করা হয়েছে । এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম, প্রবেশ এবং বেরোবার গেটে প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ কর্মীদের মোতায়েন করা হবে ।
এছাড়াও মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের সুবিধার জন্য
পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ও রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল । এছাড়াও ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিম রাখা হবে এই টাইম থাকবেন একজন সাব-ইনসপেক্টর একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং চারজন মেট্রোর আধিকারিক । এই চারজন আধিকারিকদের মধ্যে দু'জন মহিলা থাকবেন । যেকোনও আপৎকালীন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য এরা প্রস্তুত থাকবেন ।
যাতে সবরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় কিংবা কোন অপ্রীতিকর ঘটনা নজরে এলে যাতে তা দ্রুত সামাল দেওয়া সম্ভব হয় তাই নর্থ সাউথ করিডোরের মূল বা সেন্ট্রাল কন্ট্রোল রুমে পর্যাপ্ত পরিমাণে মেট্রো কর্মী মোতায়েন করা হবে। যেহেতু বড়দিনে বেশিরভাগ মানুষ পার্ক স্ট্রিট অঞ্চলে যান তাই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ভিড় অনেকটাই বৃদ্ধি পায় । তাই বিকেল এবং সন্ধ্যায় ভিড় সামাল দিতে আরও একটি দল বা বিশেষ টিমকে রাখা হবে সেখানে।
পার্ক স্ট্রিট ময়দান এবং ইসলামের মেট্রো স্টেশনে সব থেকে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা থাকবে তাই স্টেশন চত্বরে মেট্রো কর্মীরা যাত্রীদের পথনির্দেশ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন । যাতে যে কোনও রকমের নাশকতা মূলক ঘটনা এড়ানো যায় তাই পার্ক স্ট্রিট ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশন ছাড়াও সমস্ত স্টেশনে বারে বারে টহল দেবে মেট্রো আধিকারিক এবং আরপিএফ জওয়ানরা ।
প্রসঙ্গত গতবছর 25 ডিসেম্বর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সব থেকে বেশি ভিড় হয়েছিল ৷ গত বছর বড়দিনে সরকারি হিসেব অনুযায়ী এসপ্ল্যানেডে ভিড় করেছিলেন 75 হাজার 826 জন মানুষ । পাশাপাশি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ভিড় হয়েছিল 68 হাজার 42 জন মানুষের এবং ময়দান মেট্রো স্টেশনে 50 হাজার 193 জন মানুষের ভিড় হয়েছিল ।
ওইদিন যাত্রীদের সুবিধার জন্য পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সবকটি টিকিট কাউন্টার খোলা রাখা হবে । প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে টোকেন এবং স্মার্ট কার্ড রাখা হবে ।
আরও পড়ুন:
- 25 ডিসেম্বর মেট্রো পরিষেবা কমলেও বাড়ানো হল শেষ মেট্রোর সময়
- ফের মেট্রোয় বিভ্রাট ! নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ঘণ্টাখানেক বন্ধ থাকার পর চালু হল পরিষেবা
- সাতসকালে ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত