কলকাতা, 30 সেপ্টেম্বর : ATM কাউন্টার থেকে বেরিয়ে আসছিল রক্ত । ভেতরে অচেতন অবস্থায় নিরাপত্তারক্ষী । দৃশ্যটা দেখে রীতিমতো হইচই পড়ে যায় এলাকায় । স্থানীয়রা আঁতকে ওঠেন । খবর যায় প্রগতি ময়দান থানায় । পুলিশ এসে আহত নিরাপত্তারক্ষীকে নিয়ে যায় NRS হাসপাতালে ।
ATM-এ রক্তাক্ত নিরাপত্তারক্ষী ! - মহম্মদ জাফর আলি
আজ দুপুর দুটো নাগাদ ব্যাঙ্ক অফ বরোদার ATM-এ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিরাপত্তারক্ষীকে । খবর পেয়ে পুলিশ গিয়ে দেখতে পায় তাঁর পায়ে বড়সড় ক্ষতচিহ্ন । রক্তে ভেসে যাচ্ছে ATM-র মেঝে । জানা যায় ওই নিরাপত্তারক্ষীর নাম মহম্মদ জাফর আলি । পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ জেগে ওঠে কোন দুষ্কৃতী ATM লুট করতে এসে তাঁকে কুপিয়ে পালিয়েছে । কিন্তু তাই কী ?
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দুটো নাগাদ ব্যাঙ্ক অফ বরোদার ATM-এ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিরাপত্তারক্ষীকে । খবর পেয়ে পুলিশ গিয়ে দেখতে পায় তাঁর পায়ে বড়োসড়ো ক্ষতচিহ্ন । রক্তে ভেসে যাচ্ছে ATM-র মেঝে । জানা যায় ওই নিরাপত্তারক্ষীর নাম মহম্মদ জাফর আলি । বয়স 34 বছর। তিনি বেলেঘাটা এলাকার বাসিন্দা । পুলিশ অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে । শুরু হয় তদন্ত।
হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানা যায়, কীর্তিমান আর কেউ নয়, জাফর নিজেই । জেরার মুখে তিনি পুলিশকে জানিয়েছেন আজ সকাল সাড়ে 11টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন । তারপর 200 টাকার বাংলা মদ খান । তাতে প্রবল নেশা হয়ে যায় তার । সেই অবস্থায় তিনি ATM কাউন্টারে গেলে একটি মোটা কাঁচ ভেঙে পড়ে তাঁর পায়ের উপর । আর তাতেই তৈরি হয় ওই ক্ষতচিহ্ন ।