কলকাতা, 30 নভেম্বর: গত কয়েকমাসে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জায়গা থেকে একাধিক জঙ্গি বা জঙ্গি সংগঠনের (Terrorist Organisation) স্লিপার সেলের সদস্যরা ধরা পড়েছে ৷ যা এই রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেজনক বলে মনে করছেন গোয়েন্দারা ৷ তাই পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের এসটিএফের (STF) দু’টি বাহিনীই চাইছে দ্রুত এই স্লিপার সেলগুলিকে নিকেশ করতে ৷ কিন্তু সেই কাজ করতে গেলে তাঁদের অসম পুলিশের (Assam Police) সাহায্যের প্রয়োজন হবে ৷ কারণ, অসমেই (Assam) রয়েছে এই স্লিপার সেলগুলির শিকড় ৷ সেখান থেকেই পরিচালনা করা হয় এই সেলগুলিকে ৷
গোয়েন্দাদের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আল কায়েদার (Al Qaeda) উপমহাদেশীয় শাখা আকিশ (AQIS) ও আনসারুল বাংলা টিম বা এবিটির (ABT) মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি অসম থেকে দেশের বিভিন্ন প্রান্তে স্লিপার সেলগুলিকে নিয়ন্ত্রণ করে ৷ মূলত, অনুমোদনহীন মাদ্রাসাগুলি থেকেই এই কাজ করে তারা ৷ সেই বিষয়ে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে এনআইএ (NIA), অসম পুলিশ এবং কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের দু’টি এসটিএফ ৷ তাই তারা যৌথভাবে ওই মাদ্রাসাগুলিতে অভিযান চালাতে চায় ৷
ইতিমধ্যে অসম পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ বেশ কয়েকটি মাদ্রাসা থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷ জঙ্গিযোগ থাকায় বেশ কয়েকটি মাদ্রাসা ভেঙেও ফেলা হয়েছে ৷ পাশাপাশি মাদ্রাসাগুলিকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ পদক্ষেপও করা হয়েছে বলে জানিয়েছেন অসম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহন্ত ৷
তিনি জানিয়েছেন, একাধিক জঙ্গি সংগঠন ইতিমধ্যেই অসমের বুকে নিজেদের বোর্ড খুলে বসেছে । তার একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে পুলিশের । দু’মাস আগে মাদ্রাসার যে চারটি ভাগ রয়েছে, সেই চার ভাগের প্রধানদের নিয়ে একটি বৈঠক করা হয় ৷ সেখানে জানতে চাওয়া হয় যে মাদ্রাসার আড়ালে যেভাবে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে, তা বন্ধ করার জন্য কী কী করা উচিত ।