পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজাম প্যালেসের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ

জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয়েছিল নেতাদের ৷ তারপরই করা হয় গ্রেফতার ৷ তাতেই পরিস্থিতি গিয়েছে বিগড়ে ৷ নিজাম প্যালেসের সামনে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী ৷

নিজাম প্যালেসের সামনে বাহিনীর লাঠিচার্জ
নিজাম প্যালেসের সামনে বাহিনীর লাঠিচার্জ

By

Published : May 17, 2021, 2:46 PM IST

Updated : May 18, 2021, 11:03 PM IST

কলকাতা, 17 মে : নিজাম প্যালেসের সামনে বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ চালাল কেন্দ্রীয় বাহিনী ৷ কার্যত বাহিনী-বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি চলে ৷ চলে ইটবৃষ্টিও ৷ বিক্ষোভকারীরা নিজাম প্যালেসে ঢোকার চেষ্টা করলে তাদের আটকায় বাহিনী ৷ তারপরই এই পরিস্থিতি তৈরি হয় ৷

এদিন ফিরহাদ হাকিমকে তাঁর চেতলার বাড়ি থেকে তুলে আনার পর চেতলায় রাস্তায় নামেন কর্মী-সমর্থকরা ৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ নারদ কাণ্ডে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই ৷ তারপরই নিজাম প্যালেসের সামনে জমা হন কর্মী-সমর্থকরা ৷ তাঁরা সেখানেও বিক্ষোভ শুরু করেন ৷ একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ নিজাম প্যালেসের সামনে গার্ডরেল ভেঙে ফেলে বিক্ষোভকারীরা ৷ তারা দফতরে ঢোকার চেষ্টা করলে অশান্তি বাড়ে ৷ শুরু হয় সমর্থক-বাহিনী ধস্তাধস্তি ৷ বিক্ষোভরতদের উপর লাঠিচার্জ করে বাহিনী ৷ চলে পাল্টা ইটবৃষ্টি ৷

এদিনের শুরুতেই যে সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছিল বেলা এবং অশান্তি দুই-ই বাড়ার সঙ্গে সঙ্গে তা দ্বিগুণ করা হয়েছে ৷

রাজ্যের পরিস্থিতি নিয়ে টুইটে রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং স্বরাষ্ট্র দফতরে আক্রমণ করেন রাজ্যপাল ৷ বলেন, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ার মুখে এসে দাঁড়িয়েছে ৷

নিজাম প্যালেসের সামনে বাহিনীর লাঠিচার্জ

অবশ্য রাজ্যপালের এই টুইটের পর তৃণমূলের তরফে পাল্টা আক্রমণ করা হয়েছে ৷ বিক্ষোভ শুরু হয়েছে রাজভবনের সামনেও ৷

আরও পড়ুন: অধ্যক্ষের বিনা অনুমোদনে এই গ্রেফতারি আইনসম্মত নয় : বিমান

Last Updated : May 18, 2021, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details