কলকাতা, 17 মে : নিজাম প্যালেসের সামনে বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকদের উপর লাঠিচার্জ চালাল কেন্দ্রীয় বাহিনী ৷ কার্যত বাহিনী-বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি চলে ৷ চলে ইটবৃষ্টিও ৷ বিক্ষোভকারীরা নিজাম প্যালেসে ঢোকার চেষ্টা করলে তাদের আটকায় বাহিনী ৷ তারপরই এই পরিস্থিতি তৈরি হয় ৷
এদিন ফিরহাদ হাকিমকে তাঁর চেতলার বাড়ি থেকে তুলে আনার পর চেতলায় রাস্তায় নামেন কর্মী-সমর্থকরা ৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ নারদ কাণ্ডে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই ৷ তারপরই নিজাম প্যালেসের সামনে জমা হন কর্মী-সমর্থকরা ৷ তাঁরা সেখানেও বিক্ষোভ শুরু করেন ৷ একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ নিজাম প্যালেসের সামনে গার্ডরেল ভেঙে ফেলে বিক্ষোভকারীরা ৷ তারা দফতরে ঢোকার চেষ্টা করলে অশান্তি বাড়ে ৷ শুরু হয় সমর্থক-বাহিনী ধস্তাধস্তি ৷ বিক্ষোভরতদের উপর লাঠিচার্জ করে বাহিনী ৷ চলে পাল্টা ইটবৃষ্টি ৷
এদিনের শুরুতেই যে সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছিল বেলা এবং অশান্তি দুই-ই বাড়ার সঙ্গে সঙ্গে তা দ্বিগুণ করা হয়েছে ৷