পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Security: স্বাধীনতা দিবসে মেট্রোয় যাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা - 77তম স্বাধীনতা দিবস

Metro Security on Independence Day: স্বাধীনতা দিবসে যাত্রী নিরাপত্তা সুরক্ষিত করতে একাধিক ব্যবস্থা নিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ৷ আরপিএফ, সিআইবি অর্থাৎ ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ডগ স্কোয়াডের পক্ষ থেকে তল্লাশি চালানো হবে। তবে নিরাপত্তা বাড়ানো হলেও কমছে মেট্রোর সংখ্যা ৷

Etv Bharat
স্বাধীনতা দিবসে মেট্রোয় বাড়তি নিরাপত্তা

By

Published : Aug 14, 2023, 10:05 PM IST

কলকাতা, 14 অগস্ট: মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবসে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে ছুটির দিনে কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা। সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে পার্পেল লাইন অর্থাৎ জোকা-তারাতলা মেট্রো পরিষেবা এদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্বাধীনতা দিবসের ছুটি ৷ একদিকে যেমন বন্ধ থাকে স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠান তেমনি এই দিন অনেকেই বেড়াতে যান বিভিন্ন জায়গায় ৷ তাই পরিষেবা সচল থাকলেও মেট্রোয় যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে হবে ৷ কারণ নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

স্টেশনগুলিতে চলবে বাড়তি নজরদারি ৷ তাই অনান্য দিনের তুলনায় এদিন মেট্রো স্টেশনে থাকবে বেশি সংখ্যক নিরাপত্তা কর্মী ৷ নাশকতামূলক এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘন ঘন আরপিএফ, সিআইবি অর্থাৎ ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ডগ স্কোয়াডের পক্ষ থেকে তল্লাশি চালানো হবে। থাকছে কুইক রেসপন্স টিমও। মেট্রো ভবনের কন্ট্রোল রুম এবং সবকটি স্টেশনের সিসিটিভি ক্যমেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে।

পাশাপাশি, সন্দেজনক ব্যাক্তিদের চিহ্নিত করতে সাদা পোশাকে থাকবেন আরপিএফ কর্মীরা। মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নজর থাকবে সন্দেহজনক মহিলাদের উপরও ৷ তাঁদের তল্লাশি করতে থাকছে মহিলা আরপিএফ কর্মীও। অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সারাদিন কম সংখ্যক মেট্রো চালানো কথা জানিয়েছে কর্তৃপক্ষ ৷ নর্থ-সাউথ বা ব্লু লাইনে সারাদিনে চলবে 188টি মেট্রো। অন্যান্য দিনে নর্থ-সাউথ করিডোরে সারাদিনে মেট্রো চলে 288টি ৷ স্বাভাবিকভাবেই এদিন দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান বেশি থাকবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট করিডোরে সাধারণ কাজের দিনে 100টি মেট্রো চললেও এদিন সেই সংখ্যাও কমানো হচ্ছে ৷ মঙ্গলবার চলবে 90টি মেট্রো।

আরও পড়ুন: নৈহাটিতে চলন্ত ট্রেনে পাকড়াও ভুয়ো সিবিআই আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details