পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Secondary and HS exam cancelled : বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর - secondary and hs exam cancelled

বাতিল হল চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (Secondary and HS exam cancelled) ৷ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কী করে পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে তা আগামী সাতদিনের মধ্যে জানানো হবে বলে জানান তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 7, 2021, 3:19 PM IST

Updated : Jun 7, 2021, 4:41 PM IST

কলকাতা, 7 জুন : করোনা আবহে বাতিল হল চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (Secondary and HS exam cancelled) ৷ সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কী করে পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে তা আগামী সাতদিনের মধ্যে জানানো হবে বলে জানান তিনি ৷

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, পরীক্ষা হওয়া বা না হওয়া নিয়ে মতামত জানিয়ে প্রচুর মানুষ ইমেল করেছেন ৷ এদিন দুপুর আড়াইটে পর্যন্ত মোট 34 হাজার ই-মেল তিনি পেয়েছেন বলে জানান ৷ তার মধ্যে 83 শতাংশ মানুষ পরীক্ষা না হওয়ার পক্ষে মতামত জানিয়েছেন । বিশেষজ্ঞ কমিটিও পরীক্ষা না নেওয়ার কথা জানিয়েছেন বলে জানান তিনি ৷ তবে এবার মূল্যায়ন কী করে হবে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দেখবে । যেটা বাচ্চাদের পক্ষে সুবিধা হবে, সেটাই করা হবে ।

এদিন মমতা আরও বলেন, সব রাজ্যই প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে । সিবিএসই-ও একই সিদ্ধান্ত নিয়েছে । দেখে নিন, কোনটা প্রায়োরিটি । 70 শতাংশ নবমের আর 30 শতাংশ দশমের, এমন বলেছে বিশেষজ্ঞ কমিটি । এটা মনে হয় উল্টো করে দেখলেও হবে । তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা নেওয়ার বিপক্ষে এসেছে প্রায় 79 শতাংশ মতামত দেওয়া হয়েছে । 83 শতাংশ উচ্চমাধ্যমিকের বিপক্ষে মতামত এসেছে । সবার মতামত গুরুত্বপূর্ণ । বিশেষজ্ঞ কমিটিও বলেছে । অনেক স্কুল সেফ হোম হয়ে গিয়েছে । ফলে এই সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার ।

আগেই স্কুল শিক্ষা দফতরের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটির প্রস্তাবিত রিপোর্টে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতিতে রাজ্যের 10 হাজার মাধ্যমিক ও 7 হাজার উচ্চমাধ্যমিক স্কুলে পড়ুয়াদের সশরীরে পরীক্ষার আয়োজন এখন সম্ভব নয় । এরপর রাজ্য সরকারের তরফ থেকে পরীক্ষা নিয়ে জনগণের মতামত চাওয়া হয় । এছাড়া সুপ্রিম কোর্ট প্রতিবারই এই পরিস্থিতিতে পরীক্ষা করার জন্য ভাবনা চিন্তা করার কথা বলেছিল । মূলত সামগ্রিক বিষয় চিন্তা করেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন পরীক্ষা না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন : মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে সরকারি সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ

Last Updated : Jun 7, 2021, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details