কলকাতা, 5 এপ্রিল: দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ ৷ সেকেন্ড ওয়েভে সংক্রমণ যে হারে বেড়ে চলেছে, সেই তুলনায় এখনও রাজ্যে বাড়ানো হচ্ছে না টেস্টের সংখ্যা । ফলে উদ্বেগে রয়েছে চিকিৎসকদের একাংশ । কারণ, চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টেস্ট, ট্রেসিং এবং ট্রিটমেন্ট-এর উপর বেশি জোর দেওয়া না হলে কোভিডের সংক্রমণ সামাল দেওয়া মুশকিল।
সোমবার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন 1 হাজার 961 জন ৷ 26 হাজার 174টি সোয়াবের নমুনা টেস্ট করা হয়েছে ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 957 জন ৷
চিকিৎসকদের একাংশের দাবি টেস্টের সংখ্যা সেভাবে বাড়ানো হচ্ছে না ৷ যদিও সরকারীভাবে তরফে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে, চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এ রাজ্যেও কোভিডের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে । সেকেন্ড ওয়েভে এত দ্রুত হারে সংক্রমণ বেড়ে চলেছে যে, এই প্রথম কোভিডের দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: বাড়ছে করোনা, কলকাতায় ফের সেফহোম তৈরির পরিকল্পনা